মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা

৫৫টি ফেডারেশন নিয়ে ঢাকায় হবে স্পোর্টস ভিলেজ: আসিফ

নিউজজি ডেস্ক নভেম্বর ১৬, ২০২৪, ১৮:১৬:৫৭

129
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ৫৫টি ফেডারেশনের খেলার সুযোগ সুবিধা সম্বলিত ঢাকায় স্পোর্টস ভিলেজ তৈরী পরিকল্পনা সরকারের। বঙ্গবন্ধু স্টেডিয়ামসহ অন্যান্য স্বাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্তও আসবে উপদেষ্টা পরিষদের কমিটি থেকে। এছাড়া উপজেলা স্টেডিয়ামগুলো হবে জুলাই বিপ্লবের শহিদদের নামে।

শনিবার (১৬ নভেম্বর) প্রতিবন্ধীদের জন্য সংসদ ভবন সংলগ্ন শহিদ ফারহান ফাইয়াজ মাঠ উদ্বোধন করে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

‘একদিন তুমি পৃথিবী ছেড়ে যাবে, এমন জীবন গড়ো যাতে তুমি স্মরণীয় হয়ে থাকো’। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে জীবন দিয়ে ফেসবুকের লেখাটাকে সত্যি করে তুলেছেন ফারহান ফাইয়াজ। বীর শহিদকে কিছুটা হলেও স্মরণীয় করে রাখার চেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।

জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মাঠটা শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য। স্থাপনার পাশাপাশি পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের বীরত্বগাঁথা তুরে ধরার দাবি তোলে ফারহানের পরিবার।

ফাইয়াজের বোন বলেন, আমার মা-বাবা তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়েছে। এ ক্ষতি কখনোই কোনোকিছু দিয়ে পূরণ হবে না। এটা সবসময় মনের মধ্যে থাকবে।

ফাইয়াজের বাবা বলেন, তারা যেন হারিয়ে না যায়, তাদেরকে নিয়ে যেন ইতিহাস রচনা করা হয়। পাঠ্যপুস্তকে যেন তাদের স্থান হয়।

ক্রীড়া উপদেষ্টাও একমত। পাঠ্যবইয়েও থাকবে তাদের বীরত্বের গল্প। জানান, উপজেলা স্টেডিয়ামগুলোর নাম হবে শহিদদের নামে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রায় ২২০টির অধিক উপজেলা স্টেডিয়াম নির্মিত হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি স্টেডিয়ামের নামই সেই উপজেলার যারা শহিদ হয়েছেন তাদের নামে নামকরণ করা হবে।

ইতোমধ্যে কয়েকটি স্টেডিয়ামের নাম রাখা হয়েছে জুলাই বিপ্লবের শহিদদের নামে। আইকনিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ব্যাপারে সিদ্ধান্ত আসবে উপদেষ্টা পর্যায়ের কমিটি থেকে। স্টেডিয়ামের দোকানগুলোর ভাড়া নির্ধারণ করবে সরকার। নেয়া হবে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ।

আসিফ মাহমুদ আরও বলেন, ওটা একটা জেনারেল সিদ্ধান্ত হবে। আপনারা জানেন যে, হাজার হাজার নাম আছে। তাই জেনারেল ডিসিশনের ভিত্তিতে সিদ্ধান্ত আসবে।

ঢাকায় স্পোর্টস ভিলেজের ঘোষণা দিলেন উপদেষ্টা। বিদেশি কারিগরি ও আর্থিক সহায়তা নেবে সরকার।

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, কনসেপ্টটা এমন যে, ৫৫টি ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিজ করে দেয়া এবং একই সঙ্গে খেলাধুলার সকল প্রকার ফ্যাসিলিটিজ, মাঠ করে দেয়া। একটা বড় প্রজেক্ট হিসেবে আমরা এটা করার চিন্তা করছি। 

৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছে সরকার। যদিও প্রশ্ন আছে মনোনীত ব্যক্তিদের নিয়ে। সিন্ডিকেট ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে গঠনতন্ত্র প্রণয়নের পরই হবে নির্বাচন।

নিউজজি/আরএইচ

 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন