মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা

শুভ জন্মদিন আকরাম খান

নিউজজি ডেস্ক নভেম্বর ১, ২০২৪, ১২:৫১:৫৮

115
  • ছবি : ইন্টারনেট

ঢাকা: সাবেক ক্রিকেটার আকরাম খানের আজ জন্মদিন। ১৯৬৮ সালের আজকের এই দিনে চট্রগ্রামের বিখ্যাত খান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শুভ জন্মদিন আকরাম খান।

আকরাম খানের অধিনায়কত্ব আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।  তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৪৩ টি ম্যাচ খেলে ১২৯ বেস্টে ২টি সেঞ্চুরী ও ১০টি ফিফটির সাহায্যে মোট ২১১৭ রান করেন আকরাম। লিষ্ট এ ৯৫ ম্যাচ খেলে ৮২ বেস্টে ১২টি ফিফটির সাহায্যে ২১৯২ রান করেন তিনি। সব ধরনের ক্রিকেট মিলিয়ে তিনি বোলিং করে মাত্র ১টি উইকেট লাভ করেন। সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম ডিভিশনের হয়ে বরিশাল ডিভিশনের বিরুদ্ধে শেষ ঘরোয়া ম্যাচ খেলেন তিনি।

ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী টেস্ট ম্যাচে আকরাম খান দলে ছিলেন। তিনি ১৯৮৮ সাল থেকে একদিনের আর্ন্তাতিক ক্রিকেট খেলেছেন। গাজী আশরাফ লিপু’র যোগ্য দিক নির্দেশনায় তিনি আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে গড়ে উঠেন। ১৯৯৪ থেকে ৯৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন