রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ , ১ জুমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে যা ভাবছে বিসিবি

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৭, ২০২৪, ২১:৪৪:১৮

113
  • ছবি: ইন্টারনেট

কানপুর টেস্টের আগেই সাকিব জানিয়ে দেন আসছে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই এ সংস্করনের জার্সি একবারে তুলে রাখবেন।  তবে নিরাপত্তার প্রশ্নে তার দেশে ফেরা নিয়েই অনিশ্চয়তা দেখে দিয়েছে। ঘরের মাঠে খেলে অবসর নেওয়া নিয়ে এরপর থেকেই নানা রকম আলোচনা চলছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ তখন বলেছিলেন, সাকিবের নিরাপত্তার দায়িত্ব সরকারের। এ ব্যাপারে বিসিবির কিছু করার নেই। তবে সোমবার সেই তিনিই আবার পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ মাধ্যমকে ইঙ্গিত দিলেন,  সাকিবের ইচ্ছা অনুযায়ী ঘরের মাঠে খেলেই হচ্ছে!

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে ফারুক সোমবার বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসর নেওয়ার।’

সাকিবের নিরাপত্তার প্রশ্নে ফারুক আহমেদ আজও বলেছেন, দায়িত্বটা সরকারের, ‘আমি তো একটা ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকারি পর্যায় থেকে আসতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী আছে, উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন। তারা সিদ্ধান্ত নেবেন।’

ঘরের মাঠে টেস্ট খেলা নিয়ে চিন্তিত নন সাকিব। তার চিন্তা শুধু দেশে খেলতে এসে পরে আবার দেশ ছাড়তে পারবেন কি না, সেটা নিয়ে। তবে সবাই সব রকম নিরাপত্তার কথা বললেও খেলা শেষে সাকিবের দেশ ছাড়তে পারা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। তবে বিসিবি সভাপতি আশ্বস্ত করেছেন, মিরপুরে সাকিবের নিরাপত্তার বিষয়টি তারা দেখবেন, ‘আমাদের যতটুকু ক্ষমতা...ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, প্র্যাকটিস মাঠে যাবে। এই দায়িত্বটা (স্টেডিয়ামে নিরাপত্তা) নেওয়া আমাদের জন্য খুব সহজ। এটা আমরা নিতে পারব।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন