বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ , ১৪ মুহররম ১৪৪৭

খেলা

মাসুদ-শফিকের সেঞ্চুরিতে প্রথম দিন পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৭, ২০২৪, ২১:৩০:১৮

224
  • ছবি: ক্রিকইনফো

সম্প্রতি সময়টা একবারেই ভাল যাচ্ছে না পাকিস্তানের। তাই অনেকটা চাপ নিয়েই আজ ঘরের মাঠ মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামে পাকিস্তান। তবে আগে ব্যাট করতে নেমে সেটা যেন বুঝতে দেননি অধিনায়ক শান মাসুদ আর আব্দুল্লাহ শফিক।  স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে কী দারুণ এক সেঞ্চুরিই না তুলে নিলেন পাকিস্তান অধিনায়ক। তারপর পর সেঞ্চুরি পেয়েছেন আবদুল্লাহ শফিকও। তাদের ব্যাটে ভর করে এ টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।  

সোমবার মাসুদ-শফিকের ২৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ভর করে মুলতান টেস্টের প্রথম দিনটা পাকিস্তান শেষ করেছে ৪ উইকেটে ৩২৮ রান তুলে।

ঘরের মাঠে সোমবার শুরু থেকেই শান মাসুদ খেলেন আক্রমণাত্মক মেজাজে। ৪৩ বলেই তিনি পেয়ে যান হাফসেঞ্চুরির দেখা। এরপর ১০২ বলে সেঞ্চুরির ছুঁয়ে ফেলেন তিনি। সেই ইনিংস ১৫০ পেরিয়েছেন ১৬৬ বলে। ইনিংসের ১৭৭তম বলে ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জ্যাক লিচকে ফিরতি ক্যাচ দিয়ে যখন ফিরলেন পাকিস্তান অধিনায়ক, দলের স্কোর ২৬৩/৩।

পাকিস্তান দ্বিতীয় উইকেটটি হারিয়েছিল ২ রান আগেই। অধিনায়কের সঙ্গে ২৫৩ রানের জুটি গড়ার পর আউট হন ওপেনার আবদুল্লাহ শফিক। তার আগে শফিকও পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। 

এরআগে ১০২ রান করা শফিক যখন মাসুদের সঙ্গে জুটি বাঁধেন পাকিস্তানের রান মাত্র ৮। টসে জিতে ব্যাটিং নেওয়া দলটি চতুর্থ ওভারেই হারিয়ে ফেলে সাইম আইয়ুবকে। ১০ বলে ৪ রান করা সাইম গাস অ্যাটকিনসনের বলে ক্যাচ দেন উইকেটকিপার জেমি স্মিথের হাতে।

১ উইকেটে ১২২ রান নিয়ে লাঞ্চে যাওয়া পাকিস্তান চা–বিরতিতে যায় ১ উইকেটে ২৩৩ রান তুলে। মাসুদ সেঞ্চুরি পেয়ে যান দ্বিতীয় সেশনেই। শফিক যেটি পেয়েছেন তৃতীয় সেশনে। ১৩ চার ও ২ ছক্কায় ১৫১ রান করা শান মাসুদকে ১৬ রানের মাথায় কার্সের বলে এলবিডব্লু আউট দিয়ে দিয়েছিলেন আম্পায়ার। তাৎক্ষণিক রিভিউ নিয়ে বাঁচেন মাসুদ, বলটা যে পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। তাতে টেস্ট অভিষেকে উইকেট পেয়েও হারাতে হয় কার্সকে। এই বাঁহাতির রান যখন ১১৫, সে সময়ে আউট চেয়ে রিভিউ নিয়েও ব্যর্থ হয় ইংল্যান্ড। এবার বোলারের নাম শোয়েব বশির। মাসুদ-শফিকরা ফেরার পর দিনের শেষ ভাগে পাকিস্তান হারিয়েছে বাবর আজমকে। তবে দিন শেষে স্বস্তি নিয়েই ফেরে দলটি। 

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩২৮/৪ ,(১ম দিন শেষে), (মাসুদ ১৫১, শফিক ১০২, শাকিল ৩৫*, বাবর ৩০; অ্যাটকিনসন ২/৭০, ওকস ১/৫৮, লিচ ১/৬১)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন