শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ , ২৯ রবিউস সানি ১৪৪৬

খেলা

আর্জেন্টিনাকে হারিয়ে ফুটসাল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল

ক্রীড়া ডেস্ক অক্টোবর ৭, ২০২৪, ০৯:৫৬:৫৫

293
  • ছবি: ইন্টারনেট

গত ২২ বছর ধরে বিশ্বকাপ জয়হীন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের আগে সে আক্ষেপ পূরণের সুযোগ নই। তার আগেই এবার তারা  ফিফা ফুটসালে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো ব্রাজিল; সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় গত রাতে ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।  ফিফা ফুটসাল বিশ্বকাপের দশ আসরের মধ্যে ৬ বারই শিরোপা জিতল ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশটি এবারের আগে শিরোপা জিতেছিল ২০১২ সালে, এশিয়ারই আরেক দেশ থাইল্যান্ডে। ১৯৮৯ থেকে ১৯৯৬ সালের মধ্যে ফুটসাল বিশ্বকাপের প্রথম তিন আসরে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আরেকবার তারা শিরোপা জেতে ২০০৮ সালে নিজেদের মাটিতে। 

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ব্রাজিল। দুর্দান্ত আক্রমণে ম্যাচে পঞ্চম মিনিটে মার্সেনিওর বাড়ানো বল থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। সেই রেশ থাকতে থাকতেই  ১২তম মিনিটে রাফা সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিতে থাকে আর্জেন্টিনা। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটির গোলরক্ষকও উঠে আসে আক্রমণে। খেলার শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনা গোলরক্ষক রোসার নেয়া শট ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে। তবে তাতে ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফুটসালে নিজেদের হেক্সা মিশন পূরণ করে ব্রাজিল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন