সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

খেলা

শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়ে অধিনায়কত্ব ছাড়লেন সাউদি

ক্রীড়া ডেস্ক অক্টোবর ২, ২০২৪, ১০:০০:১৭

103
  • ছবি: ইন্টারনেট

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দায় কাঁধে তুলে নিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন টিম সাউদি। নিউ জিল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক এখন টম ল্যাথাম।

নিউ জিল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব সাউদি নিয়েছিলেন ২০২২ সালে। তার অধীনে কিউইরা খেলে ১৪ টেস্ট। ৬টিতে জেতে দলটি। আর ৬টি হারে তারা। ড্র হয় ২ ম্যাচ। 

শ্রীলঙ্কা সিরিজে প্রথম টেস্টে মোটামুটি লড়াই করেছিল নিউজিল্যান্ড, হেরেছিল ৬৩ রানে। তবে দ্বিতীয় টেস্টে রীতিমতো অপদস্থ হয়েছে কিউইরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৬০২ রানের জবাবে তারা গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৮ রানে। ম্যাচ হেরেছিল ইনিংস ও ১৫৪ রানে। এটি ছিল টেস্টে নিউজিল্যান্ডের টানা চার হার।

নিজের দায়িত্ব ছাড়া নিয়ে সাউদি বলেছেন, ‘কোনো সংস্করণে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেওয়া আমার জন্য স্পেশাল, সম্মানের ও বড় পাওয়া ছিল। আমি পুরো ক্যারিয়ারে দলের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, এবং আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তে দলের ভালোই হবে। আমি বিশ্বাস করি, দলকে আমার সর্বোচ্চটা দেওয়ার উপায় হচ্ছে মাঠে আমার পারফরম্যান্সে মনযোগ দেওয়া, নিজের সেরাটা ফিরে পাওয়া, উইকেট নিতে থাকা এবং নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে সাহায্য করা।’

চলতি বছরে সাউদির ফর্ম নিয়েও আলোচনা ছিল। শেষ ৮ টেস্টে মাত্র ১২ উইকেট নিয়েছেন সাউদি। অধিনায়কত্ব ছাড়ার পর দলে জায়গা পেতে এখন ম্যাট হেনরি, উইল ও’রুর্ক ও বেন সিয়ার্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সাউদিকে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন