বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রেকর্ড নয়, খেলাটা এখন উপভোগ করতে চান রোনালদো

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১, ২০২৪, ২১:৩৭:১৪

131
  • ছবি: ইন্টারনেট

আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে অসংখ্য রেকর্ডের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এখন আর এসব নিয়ে ভাবনা নেই তার। ক্যারিয়ারের বাকি সময়টা শুধু খেলাটা উপভোগ করতে চান পর্তুগাল এই তারকা ফরোয়ার্ড। 

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ গোলের রেকর্ড রোনালদোর। এই তালিকায় তার আশে পাশে নেই কেউ। সোমবার কাতারের আল রাইয়ানের বিপক্ষে দারুণ এক গোল করেন রোনালদো। 

পাঁচবারের ব্যালন ডি’র জয়ীর এখন মোট গোল সংখ্যা ৯০৪টি। ম্যাচটি ২-১ গোলে জেতে আল নাস্র। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের গোলের চেয়ে দলের জয় নিয়েই বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন রেয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রোনালদো, ‘এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অন্য সব ম্যাচের মতো এটিও প্রতিদ্বন্দ্বিতামূলক ও কঠিন ম্যাচ ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং প্রতিপক্ষকে সহজ সুযোগ তৈরি করা থেকে বিরত রাখতে রক্ষণ ভালোভাবে সামলেছি।’

রোনালদো আরও বলেন, ‘আমি সেরা কিনা সেটা এখন আর গুরুত্বপূর্ণ নয়, এখন আর ওসব নিয়ে ভাবি না। গোল করতে পারা একজন খেলোয়াড় জন্য দারুণ কিছু, তবে আমার কাছে দলের জয়টাই মুখ্য। আমি রেকর্ড ভাঙতে অভ্যস্ত, এখন অবশ্য আর রেকর্ডের খোঁজে থাকি না। আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেলা উপভোগ করা এবং আল নাস্র ও আমার সতীর্থদের জিততে সহায়তা করা।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন