সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

খেলা

নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা: ফিফা

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১, ২০২৪, ২১:২৯:২৬

112
  • ছবি: ইন্টারনেট

ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সি গায়ে জড়ানো হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে আর মাত্র এক ধাপ দূরে। তাকে বরণ করতে প্রস্তুত বাংলাদেশের হাজারও ফুটবলপ্রেমী। এরই মধ্যে এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পেজে উঠে আসলেন হামজা। ফিফা ফুটবল ওয়ার্ল্ডকাপ তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে হামজার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‌‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।’ 

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ফুটবল সমর্থকরা হামজা চৌধুরীকে দেশের হয়ে খেলতে দেখার অপেক্ষায় আছেন। লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায় আছেন লিস্টারসিটির এই ফুটবলার নিজেও। কদিন আগেই তার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। তাকে পেতে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের (এফএ) কাছে অনাপত্তিপত্র চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সপ্তাহ তিনেক অপেক্ষার পর বাফুফেকে ইংল্যান্ড সেই অনাপত্তিপত্র দিয়েছে। এতে হামজার লাল-সবুজের জার্সিতে খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল হলো।

হামজার জন্ম ইংল্যান্ডে হলেও  নানার বাড়ি হবিগঞ্জ জেলায়। অনেকবারই বাংলাদেশে এসেছেন তিনি। তাই তো মায়ের দেশের জার্সিতে খেলার স্বপ্ন তার। কিন্তু ২০১৮-১৯; এই এক বছরে ইংল্যান্ড যুবদলের হয়ে ৭ ম্যাচ খেলেছিলেন হামজা। যে কারণে তার বাংলাদেশি হয়ে খেলার প্রক্রিয়াটা একটু জটিল হয়ে যায়।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন