সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

খেলা

টেস্ট সিরিজে ব্যর্থতায় হাথুরুর কাঠগড়ায় ব্যাটিং

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১, ২০২৪, ২১:২১:২০

77
  • ছবি: ইন্টারনেট

আড়াই দিনের বেশি সময় বৃষ্টি পেটে চলে যাওয়ায় অনেকেই কানপুর টেস্টের ভাগ্য দেখেছিলেন ড্র। তবে ভিন্ন ভাবনা ছিল ভারতের। তাদের সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। দায়িত্বহীন ব্যাটিংয়ে নিবেদন দেখাতে পারেননি তারা। প্রথম ইনিংসে মুমিনুল হক ছাড়া দাঁড়াতে পারেননি আর কেউ। মুমিনুলের সেঞ্চুরির পরও তাই বাংলাদেশ করতে পারে ২৩৩। পরের ইনিংসে বলার মতন রান নেই কারো। দেড়শোর আগে গুটিয়ে তাই ওভারের হিসেবে দুই দিনের কম সময়ে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। এরপরেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, ব্যাটিং ব্যর্থতার কারণেই বাংলাদেশ দুই টেস্টেই ভারতের কাছে হেরেছে। 

ভারতের কাছে ৭ উইকেটে হারের সঙ্গে আরেকবার হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতে গিয়ে এমন ফল ঠিক হজম হচ্ছে না বাংলাদেশের প্রধান কোচের। তার কণ্ঠে তাই চরম হতাশা, আর সেটা ব্যাটিং নিয়ে,  ‘পুরো সিরিজে আমাদের ব্যাটিং একেবারেই হতাশাজনক। এমনকি আগের সিরিজেও আমাদের খেলোয়াড়রা ভালো করেছে এবং কিছু কিছু খেলোয়াড় দারুণ পারফর্ম করেছে। সবশেষ কয়েকটি সিরিজ থেকেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এটার একটা কারণ মনে হয় আমাদের ব্যাটিং।’

বাংলাদেশের ব্যাটিং টেস্টে বরাবরাই হতাশার চিত্র। সেটা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে ভারতের মতন বিশ্ব সেরা আক্রমণের সামনে, প্রতিপক্ষের মানের জন্যও বাংলাদেশ বাস্তবতা টের পেয়েছে বলে মনে করেন হাথুরুসিংহে,  ‘আপনি মানসম্পন্ন প্রতিপক্ষের কথাও বলতে পারেন। তাদের সামর্থ্য, দক্ষতা সব কিছুই আমাদের চেয়ে তাদের বেশি ছিল। এখান থেকে আমরা অনেক কিছুই শিখব। আমরা সামনের দিকে তাকাতে চাই। আমরা জানি টপ স্ট্যান্ডার্ড কী। তারা সেরা দল এবং আন্তর্জাতিক ক্রিকেটের সেরা প্রতিদ্বন্দ্বিতা পেয়েছি আমরা। ভারতের মাটিতে খেলা অ্যাসাইনমেন্ট হিসেবে খুবই কঠিন। আমরা জানি আমাদের আরও কত বেশি উন্নতি করা প্রয়োজন।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন