শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ , ১৭ জিলহজ ১৪৪৬

খেলা

সাকিবকে ‘এমআরএফ’ ব্যাট উপহার কোহলির

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১, ২০২৪, ২১:১৪:০৫

149
  • ছবি: ইন্টারনেট

ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই টেস্টের জার্সি তুলে রাখতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেটা হয়তো হচ্ছে না তার। যে কারণে ক্রিকেট ভক্তরা ধরেই নিয়েছেন মঙ্গলবার নাগপুর টেস্টেই তার শেষ টেস্ট খেলা হয়ে গেল। ব্যাপারটি অনুধাবন করতে পেরেই হয়তো আল হাসানকে খুঁজে বের করে বিরাট কোহলি হাতে ধরিয়ে দিলেন ‘এমআরএফ’ ব্যাট।

কোহলির উপহার পেয়ে মঙ্গলবার কিছুটা হলেও সাকিব অবাক হয়েছেন।  পরে সাকিবের কাধে হাত রেখে কোহলিকে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। এরপর ২২ গজে দীর্ঘদিনের প্রতিপক্ষের সঙ্গে কোহলিকে হাসাহাসি করতে দেখা যায়। পুরস্কার বিতরণ শেষে দুজনই হারিয়ে যান দুই ড্রেসিংরুমে।

কানপুর টেস্টের আগেই সাকিব  জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তাঁর শেষ ম্যাচ খেলেছেন সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওয়ানডে ক্রিকেটকেও আগামী বছরের ফেব্রুয়ারি মাসের চ্যাম্পিয়নস ট্রফি খেলে বিদায় বলতে চান সাকিব।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন