মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

খেলা

মাঠের ফুটবলে কবে ফিরবেন নেইমার জানেন না কোচও

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১২:৫৮:০৭

336
  • ছবি: ইন্টারনেট

গত বছরের অক্টোবরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান নেইমার। এরপর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। এরপর জানা যায়, বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেছে নেইমারের। করাতে হয় অস্ত্রোপচার। সেই চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে তার এখনও। তাতে দীর্ঘ হচ্ছে তার মাঠে ফেরার অপেক্ষাও। প্রায় এক বছর ধরে খেলার বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকার শিগগির ফেরার কোনো সম্ভাবনাও এখন আর দেখছেন না আল হিলাল কোচ জর্জে জেসুস।

ফরাসি ক্লাব পিএসজি থেকে ২০২৩ সালের অগাস্টে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দেন নেইমার।  ক্লাবটির হয়ে খেলতে পারেন কেবল পাঁচটি ম্যাচ।

গত জুলাইয়ে অনুশীলনে ফেরেন নেইমার। সেই থেকে তার খেলায় ফেরা নিয়ে জাগে সম্ভাবনা। চলতি মাসে ৩২ বছর বয়সী এই ফুটবলারকে পাওয়ার আশার কথা অগাস্টে শুনিয়েছিলেন আল হিলাল কোচ জেসুস। কিন্তু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি উড়িয়ে দিলেন সেই সম্ভাবনা। ‘আল হিলাল ও লিগের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে কবে ফিরবে, সে বিষয়ে আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে আমরা জানুয়ারিতে তার অবস্থা দেখব।’

সৌদি প্রো লিগের দ্বিতীয়ভাগের জন্য আগামী জানুয়ারিতে নেইমারকে নিবন্ধন করতে পারে আল হিলাল। ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি রয়েছে আল হিলালের।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন