শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা

পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২৪, ০০:২৪:২২

307
  • পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ক্রিকেট সিরিজ জিতে দেশে ফিরেছে জাতীয় দলের একাংশ। বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা।

টাইগারদের দ্বিতীয় বহরটি ফেরার কথা রয়েছে বুধবার দিবাগত রাত ২টায়। তবে দলের সাথে ঢাকায় আসবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সাথে দুবাই পর্যন্ত এসে তিনি সেখান থেকে ইংল্যান্ডে যাবেন কাউন্টি লিগ খেলতে। পুরো দল এবং কোচিং স্টাফরা এক বিমানে আসতে পারছেন না। 

টিকিট জটিলতায় দু’টি আলাদা ফ্লাইটে করে আসতে হচ্ছে বাংলাদেশ দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে।  

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশ ১০ উইকেটে এবং দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটের জয় পায় স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। সিরিজ জিতে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে থাকবেন বিসিবির কর্মকর্তারা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন