শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ , ১২ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা

পাকিস্তান সফরে নিরাপত্তা উপদেষ্টা চেয়েছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার আগস্ট ১, ২০২৪, ২০:১৮:২২

244
  • বিসিবিও পিসিবির লোগো।-সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর অনেক আগেই নির্ধারিত হয়ে গেছে। আগামী ২১ থেকে ২৫ আগস্টে রাওয়ালপিন্ডিতে এবং ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের।

এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে আগামী ১৭ আগস্ট। বাংলাদেশ ক্রিকেট দলের এই সফরে একজন নিরাপত্তা উপদেষ্টা পাঠানোর অনুরোধ সরকারের কাছে করেছে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন তা-‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে যে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না। তার পরেও আমরা সরকারের কাছে আবেদন করেছি, সিরিজ়ের আগে একজন নিরাপত্তা উপদেষ্টাকে সে দেশে পাঠাতে। যিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সর্বদা তাদের সাথে যোগাযোগ বজায় রাখবেন।’ 

গত বছর হাইব্রিড মডেলের এশিয়া কাপ খেলেছে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে। তখন যে ধরণের নিরাপত্তা দিয়েছিল পাকিস্তান সরকার, সে ধরণের নিরাপত্তা আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশকে দেয়া হবে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশ্বস্ত করেছে বলেছে জানিয়েছেন জালাল ইউনুস- ‘দেখুন নিরাপত্তার ব্যাপারটা তাদের উপর নির্ভর করছে। আমরা সেখানে যাই না কেনো, সেখানে তারা আমাদের দলকে রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তা দেওয়ার আশ্বাস। আমাদেরকে আশ্বাস দেওয়ার পরে এই সফরটি ঠিক করা হয়েছে। এশিয়া কাপে দেখেছেন যে বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছিল এবং তারা আমাদের রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তা দিয়েছে। একইভাবে এই সফরেও নিরাপত্তা দেয়া হবে বলে আমরা এই সফরে যেতে রাজি হয়েছি।’

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক দ্বি-পাক্ষিক সফরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় সবাই খুশি বলেও মনে করছেন জালাল ইউনুস-‘সাম্প্রতিক সময়ে বেশ ক'টি আন্তর্জাতিক দল পাকিস্তান সফর করেছে এবং তারা যে নিরাপত্তা দিয়েছে তাতে তারা বেশ খুশি।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন