শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ , ৮ শাবান ১৪৪৬

খেলা

২০৩৪ বিশ্বকাপে সবার আগে বিড সৌদি আরবের

স্পোর্টস ডেস্ক আগস্ট ১, ২০২৪, ১৮:২০:২৪

286
  • ফিফা ২০৩৪ বিশ্বকাপের বিড । ছবি-আরব নিউজ

২০৩৪ সালে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক মর্যাদার জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থার কাছে বিড জমা দেয়ার সর্বশেষ সময়সীমা আগামী ৩১ অক্টোবর।

৪৮ দেশের অংশগ্রহনে ২০৩৪ বিশ্বকাপের স্বাগতিক মর্যাদা পেতে সবার আগে ফিফার কাছে বিড পেপারস জমা দিয়েছে মধ্যপ্রাচ্যের পেট্রো ডলার সমৃদ্ধ দেশ সৌদি আরব।

গত বুধবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিফার কাছে বিড জমা দিয়েছেন।বিডে বিশ্বকাপ আয়োজনে যে সমস্ত প্রস্তাবনা দেয়া হয়েছে, সৌদি আরবের জাতীয় ইংরেজী  দৈনিক আরব নিউজ তা প্রকাশ করেছে।

সৌদি আরবের ৬টি শহরের ৮টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে বিড-এ। শহরগুলো হলো- রিয়াদ, জেদ্দা, আল খোবার, আবহা ও নিওম। সর্বাধিক তিনটি ভেন্যু রিয়াদে। 

বিশ্বকাপ ইতিহাসে সেরা বৈশ্বিক আসর আয়োজনে ফিফার সকল শর্ত পূরণের অঙ্গীকার করেছে সৌদি আরব।ফিফার প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে আবাসন সুবিধা নিশ্চিত করতে সৌদি আরবের পাঁচটি শহরে ২ লাখ ৩০ হাজার কক্ষ নিদ্দিষ্ট রাখা হবে। ভিআইপি, ফিফা প্রতিনিধি, অংশগ্রহণকারী দল, মিডিয়া কর্মী এবং সমর্থকদের জন্য নিদ্দিষ্ট থাকবে এই রুমগুলো। 

১৫টি টি শহরে ১৩২ টি অনুশীলন ভেন্যু অংশগ্রহনকারী ৪৮ টি দলের জন্য বেজ ক্যাম্প হিসাবে প্রস্তাব করা হয়েছে। রেফারিদের জন্য থাকছে দুটি পৃথক বেজ ক্যাম্প। 

প্রতিটি স্টেডিয়ামের আসনসংখ্যা বৃদ্ধি করে সৌদি আরবের কৃষ্টির সাথে মিল রেখে শোভাবর্ধন করার কথা বলা হয়েছে বিড-এ। রিয়াদে নির্মাণাধীণ ৯২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন কিং সালমান স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছে বিড-এ। এই স্টেডিয়ামটির নির্মাণ ২০২৯ সালে সম্পন্ন হওয়ার কথা।

২০৩৪ ফিফা বিশ্বকাপের স্বাগতিক হিসেবে বিড প্রস্তাবের পর সৌদি অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির ক্রীড়া মন্ত্রী এবং সভাপতি প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল বলেছেন-‘ফিফা বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা একসাথে কাজ করছি।  আমাদের অফিসিয়াল বিড বইয়ে তা উল্লেখ করা আছে।এই পরিকল্পনাগুলি আমাদের সমৃদ্ধ ফুটবল ঐতিহ্যকে খেলার প্রতি আমাদের গভীর আবেগের সাথে একত্রিত করবে এবং একটি দেশে ৪৮ টি দলের টুর্নামেন্ট আয়োজনকারী প্রথম দেশ হিসেবে সৌদি আরবের সাফল্য নিশ্চিত করবে।’

তবে সবার আগে বিড প্রস্তাব করেই কিন্তু স্বাগতিক মর্যাদার ঘোষণা সৌদি আরবকে এক্ষুনি দিচ্ছে না। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বিড-এর সময়সীমা থাকায় সে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। শুধু তা-ই নয়,  আগামী ১১ ডিসেম্বর ফিফার ২১০টি সদস্য দেশের প্রত্যক্ষ ভোটে বিশ্বকাপের স্বাগতিক নির্বাচন হওয়ার কথা। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন