বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ , ১৪ মুহররম ১৪৪৭

খেলা

পেসারদের দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড ওমানের বিলালের

স্পোর্টস ডেস্ক জুলাই ২৫, ২০২৪, ১৮:৩৫:৫০

218
  • ওমানের বিলাল খান। ছবি-ইন্টারনেট

রশিদ খানের রেকর্ড ভেঙ্গে ১৫ মাস আগে ওডিআই ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড করেছেন নেপালের লেগ স্পিনার সদ্বীপ লামিচানে।

রশিদ খান যেখানে ৪৪ ম্যাচে পূর্ণ করেছেন উইকেটের সেঞ্চুরি, সেখানে এই মাইলস্টোনে পৌছুতে লেগেছে লামিচানের ৪২টি ম্যাচ। দুই লেগ স্পিনারের এই লড়াইয়ের পেছনে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদির উইকেটের সেঞ্চুরির কৃতিত্বটা ছিল ৫১ ম্যাচে।

৯ মাস আগে ইডেন গার্ডেনসে ক্যারিয়ারের ৫১তম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট পেয়ে এই রেকর্ডটা করেছিলেন পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদি। তবে উইকেটের সেঞ্চুরিতে পেসারদের সিংহাসন থেকে শাহীন শাহ আফ্রিদিকে নামিয়ে দিয়েছেন ওমানের পেসার বিলাল খান।

পেশোয়ারে জন্ম হলেও ওমানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন বিলাল। নামিবিয়ার বিরুদ্ধে ১০ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। 

বুধবার ১০০ উইকেট থেকে ২ উইকেট দূরে থেকে খেলতে নেমেছিলেন বিলাল খান নামিবিয়ার বিপক্ষে। স্কটল্যান্ডের ডান্ডিতে  অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপ লিগ-২ তে নামিবিয়ার ফ্রাইলিঙ্ককে এলবিডাব্লুতে ফিরিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ করেছেন পাকিস্তানের পেশোয়ারে জন্ম নেয়া ওমানের এই নাগরিক ১০০ উইকেট।

ওডিআই ক্যারিয়ারে ৪৯তম ম্যাচে পূর্ণ করেছেন ১০০তম উইকেট। নামিবিয়ার বিপক্ষে মাইলস্টোনের এই ম্যাচে ৩ উইকেট (৩/৫০) পেয়েছেন বিলাল খান। তার পারফরমেন্সে ওমান জিতেছে ৪ উইকেটে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন