শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১ , ১৫ রমজান ১৪৪৬

খেলা

আমার কাছে এখন অনেকগুলো সুন্দর মুহূর্ত আছে

ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০২৪, ১২:০৭:২৯

391
  • ছবি: ইন্টারনেট

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ বাংলাদেশ সময় সোমবার সকালে খেলে ফেললেন অ্যাঙ্গেল ডি মারিয়া। কোপার আমেরিকার ফাইনালে দারুণ খেলেছেন। দলকে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। গোল না পেলেও ফেরেননি খালি হাতে। এ টুর্নামেন্টের শিরোপা ঠিকই জিতেছেন । কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আরও একবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। 

কোপা আমেরিকা জয়ের পর ডি মারিয়া বলেছেন, ‘এটা লেখাই ছিল আর তেমনই হয়েছে। আমি এসব কিছুর স্বপ্ন দেখেছি, ওদের বলেছিও। আমার সঙ্গে এখন অনেকগুলো সুন্দর মুহূর্ত আছে।’

সোমবার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই জালের দেখা পেতে মরিয়া ছিল আর্জেন্টিনা। তবে লম্বা সময় অবধি গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের শেষ দিকে গোল করে দলকে জেতান মার্টিনেজ। এই ম্যাচ তাদের জন্য একদমই সহজ ছিল না বলে জানান ডি মারিয়া। একসময় টানা তিন ফাইনাল হারা এই ফুটবলারের আফসোস, আগের প্রজন্মের সঙ্গে কিছু জিততে না পারার।

ডি মারিয়া বলেন, ‘দেখে মনে হচ্ছে এটা সহজ ছিল কিন্তু আসলে কঠিন। আমার অন্য প্রান্তেও থাকতে হয়েছে। আমি এই প্রজন্মের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, তারা আমাকে সবকিছু এনে দিয়েছি। আমি যা চেয়েছি সবকিছু অর্জন করেছি। যদি আগের প্রজন্মের সঙ্গেও কিছু জিততে পারতাম, সেটাও প্রাপ্য ছিল। ’

১৬ বছরের ক্যারিয়ারে অনেক স্মৃতি জমা রয়েছে ডি মারিয়ার। আর্জেন্টিনার প্রতিটি শিরোপা জয়ের সঙ্গে যার ছিল অসামান্য অবদান। আর্জেন্টিনার হয়ে ১৪৫ টি ম্যাচ খেলেছেন তিনি গোল করেছেন ৩১টি। ডি মারিয়া বিদায়বেলায় আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতেছেন। ২০২২ বিশ্বকাপ, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন