শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ , ১৭ জিলহজ ১৪৪৬

খেলা

চোটে পড়ে মাঠ ছাড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০২৪, ০৯:৫৯:৩৮

202
  • ছবি: ইন্টারনেট

কোপা আমেরিকার ফাইনালে ৬৬ মিনিটে চোটে পড়ে কান্নভেজা চোখে মাঠ থেকে উঠে গেলেন লিওনেল মেসি। এ টুর্নামেন্টে আর মাঠে নামা হবে না তার। যখন মাঠ ছাড়ছিলেন, তখন নিশ্চয় এই কথাটা তার মনে পড়ছিল।  

বাংলাদেশ সময় সোমবার প্রথমার্ধের ৩৫তম মিনিটে চোট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তারপর বাকি সময়টা তাকে ভুগতে দেখা যায়। ভালভাবে খেলতেও পারছিলেন না। অবশেষে ৬৬ মিনিটে তাকে উঠে যেতে হলো।    

মেসিকে এই ভাবে আগে কখনও দেখা যায়নি। রিজার্ভ বেঞ্চে বসেই হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। চোখ বেয়ে গড়িয়ে এসেছিল পানি। কোনো মতে দু’হাত চাপা দিয়ে আটকালেও নিজেকে সামলাতে পারলেন না। পায়ের গোড়ালি অনেকটাই ফুলে গিয়েছে তার।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন