সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ , ১১ শাবান ১৪৪৬

খেলা

মেসি আহত, অতিরিক্ত সময়ে গড়িয়েছে ফাইনাল

স্পোর্টস ডেস্ক জুলাই ১৫, ২০২৪, ০৯:৫০:৪৫

262
  • ডাগ আউটে বসে কাঁদছেন মেসি। ছবি-ইন্টারনেট

এক দিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প নির্বাচনী জনসভায় খেয়েছেন গুলি। সেই ঘটনার রেশ থাকতে থাকতে মিয়ামিতে ঘটেছে অনাকাঙ্খিত ঘটনা।

বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়ার কথা ছিল কোপা আমেরিকার ফাইনাল। তবে সোমবার যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে নিরাপত্তা বলয় ভেঙ্গে কলাম্বিয়া সমর্থকরা স্টেডিয়ামে জোর করে ঢুকে পড়ায় তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিবেশ।  টিকিট ছাড়াই দর্শকদের  ঢুকে পড়ার কারণে সময় মতো খেলা শুরু করতে বিলম্ব হয়েছে ৮০ মিনিট!  

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠারনত কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে স্টেডিয়ামের দখল ছিল আর্জেন্টিনা সমর্থকদের। ফাইনালে সেখানে ছেয়ে গেছে হলুদে। কোপার সবচেয়ে সফল আর্জেন্টিনার লক্ষ্য যেখানে  ১৬তম শিরোপা। সেখানে ২৩ বছর পর দ্বিতীয় শিরোপার খোঁজে কলাম্বিয়া।

দর্শকদের মতো তাদের ফুটবল দলও খেলেছে দৈহিক শক্তি প্রয়োগ করে। আর্জেন্টিনার প্রাণ ভোমরা মেসির পায়ে দুবার চার্জ করে তাকে মাঠের বাইরে বের করে দিতে বাধ্য করেছে কলাম্বিয়ার ডিফেন্ডাররা।

খেলার ৩৫ এবং ৬৫ মিনিটে দুবার পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন মেসি। ডাগ আউটে বসে ব্যাথায় কেঁদেছেন। তাতেই নির্ধারিত ৯০ মিনিট আর্জেন্টিনার আক্রমন সামাল দিয়ে সমতায় শেষ করেছে কলাম্বিয়া। বল গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

খেলার স্পট কিকের পর পর আর্জেন্টিনার হয়ে গোলের সুযোগ এসেছিল।  ১ মিনিটের মাথায় আলভারেজ সে সুযোগ নষ্ট করেন। তার শট অল্পের জন্য গোলপোষ্টের বাইরে দিয়ে যায়। ৬ষ্ঠ মিনিটে কলাম্বিয়া সহজতম সুযোগ মিস করেছে।  ডি বক্স থেকে নেয়া কর্ডোবার শট গোলপোস্টে ঘেঁষে বাইরে যায়।

২০ মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে বাঁপায়ের শট নেন লিওনেল মেসি। তবে মেসির শট সেভ করেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস। ৩২ মিনিটে দারুণ একটি আক্রমণ করে কলম্বিয়া। আর্জেন্টিনার ডিফেন্ডাররা সেটি ব্লক করে দিলেও কর্নার পেয়ে যায় কলম্বিয়া। তবে কর্নার কিক থেকে বল তালুবন্দি করে নেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

৪০ মিনিটে রড্রিগেজের ক্রস থেকে হেড নেন কলম্বিয়ার জন অ্যারিয়াস। তবে ডানপাশ দিয়ে বল চলে যায়। 

মেসিহীন আর্জেন্টিনা প্রায় ২০ মিনিটের মতো মাঠে নিষ্প্রভ থাকার পর আক্রমনে ধার বাড়ায় শেষ দিকে। ৮৭ মিনিটে গঞ্জালেসের হেড গোলপোষ্টের সামান্য উপর দিয়ে চলে যায়। নির্ধারিত সময়ের ইনজুরি টাইমে ডি মারিয়া পেয়েছিলেন দারুণ সুযোগ। আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ গোল দিয়ে রাঙাতে পারতেন। তবে কলাম্বিয়া গোলকিপারের ভুলে প্রাপ্ত সুযোগ অপচয় করেছেন ফাঁকা পোষ্টে বলে পা টোকা লাগাতে না পারায়। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন