বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ , ১৪ মুহররম ১৪৪৭

খেলা

ইউরোর গোল্ডেন বুট পেলেন ৬ ফুটবলার

ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০২৪, ০৮:১৬:০১

208
  • ইউরোর গোল্ডেন বুট পেলেন ৬ ফুটবলার

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে এত বেশি সংখ্যক গোল্ডেন বুটজয়ী ফুটবলার দেখলো ইউরো টুর্নামেন্ট। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন গোল করেছেন ছয়জন ফুটবলার। এই ছয়জন হলেন, হ্যারি কেইন (ইংল্যান্ড), দানি অলমো (স্পেন), কোডি গাকপো (নেদারল্যান্ডস), জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া), জামাল মুসিয়ালা (জার্মানি) ও ইভান শ্রাঞ্জ (স্লোভাকিয়া) আছেন।  

অন্যদিকে টুর্নামেন্টে দুটি গোল করে তালিকার দুইয়ে বেলিংহ্যাম ও রুইস।

ফাইনালে এককভাবে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জেতার সুযোগ ছিল শুধু দুইজন ফুটবলারের। তারা হলেন স্পেনের ওলমো এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। তবে দুইজনের একজনও আজ গোলের দেখা পাননি।

এর আগের আসরগুলোতে একাধিক খেলোয়াড়ের গোল সমান হলেও, কখনো যিনি কম সময় খেলেছেন বা কখনো যিনি বেশি গোলে সহায়তা করেছেন তাঁকে গোল্ডেন বুট দেওয়া হয়েছে। তবে এবার অবশ্য উয়েফা আগেই ঘোষণা দিয়েছিল একাধিক খেলোয়াড়ের গোল সমান হলে সবাইকেই গোল্ডেন বুট দেওয়া হবে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন