রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ , ৬ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে তাসকিনকে

স্পোর্টস রিপোর্টার মে ১৫, ২০২৪, ২০:০৪:৪৮

270
  • অফিসিয়াল ফটো সেশন শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি কথা বলছেন অধিনায়ক, সহ-অধিনায়কের সঙ্গে। ছবি-শামীম চৌধুরী

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি খেলার সময় ডাইভ দিতে গিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। সে কারনে সিরিজের শেষ ম্যাচে ইনজুরির কারনে তাসকিনকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

‘সাইড স্ট্রেইন’-এর কারনে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করার শঙ্কাও তৈরি হয়েছিল তাসকিনকে ঘিরে। তবে মঙ্গলবার তাসকিনকে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণায় এ শঙ্কা কেটে গেছে।

শুধু দলেই রাখা হয়নি, এই প্রথম কোনো বৈশ্বিক আসরে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে তাসকিন আহমেদকে।

আগামী ৭ জুন শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই ফিট তাসকিনকে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-‘আমরা এমন আশা করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকেই এভেইলএবল থাকবে। আমাদের দলের অন্যতম সেরা বোলার এবং মেইন বোলার আমি বলব। না থাকতে পারলে আমাদের যে ব্যাকআপ অপশন আছে তা নিয়ে আগাতে হবে। আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে ইনশাল্লাহ।’ 

যক্তরাষ্ট্রে পা রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপপূর্ব ৩ ম্যাচের দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। হিউস্টনে স্বাগতিক দলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচও আছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে এসব ম্যাচে তাসকিনকে না নামিয়ে তাকে ফিট করে তোলার সব ধরনের সুযোগ দিতে চান হেড কোচ হাতুরুসিংহে- ‘তাসকিন আমাদের পেস বোলিং ইউনিটের প্রধান। সে দারুণ করছে। টুর্নামেন্ট ঘনিয়ে এলে সিদ্ধান্ত জানাতে পারব। আমরা তাকে ফিট হয়ে ওঠার সব ধরনের সুযোগ দিতে চাই।’

তবে তাসকিনের ব্যাক আপ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন শান্ত-‘ব্যাকআপ নিয়ে এখন চিন্তা না করে আসলে সবাই যেন প্রস্তুত থাকে এবং সে অনুযায়ী প্ল্যান করা হয়েছে। হাসান মাহমুদ দলের সাথে যাবে সে যেন প্রস্তুত থাকে অবশ্যই থাকাটা তো ভালো।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন