সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ , ১৮ শাবান ১৪৪৬

খেলা

লিটনের জায়গায় নতুন কাউকে চাইনি : শান্ত

স্পোর্টস রিপোর্টার মে ১৫, ২০২৪, ১৯:৩৩:৫৫

252
  • সংবাদ সম্মেলন রুমের দিকে যাচ্ছন কোচ হাতুরুসিংহের সঙ্গে অধিনায়ক শান্ত। ছবি-শামীম চৌধুরী

টপ অর্ডার লিটনের সাম্প্রতিক পারফরমেন্স মোটেও ভাল যাচ্ছে না। নেপিয়ারে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪১ রানের ইনিংসের পর হোমে সর্বশেষ ২টি টি-টোয়েন্টি সিরিজে হতাশ করেছেন লিটন।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ০, ৩৬, ৭ রানের তিনটি ইনিংসের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ৩ ম্যাচে তার রান ১,২৩ এবং ১২। তিনটি ইনিংসেই স্কুপ শট নিতে যেয়ে আউট হয়েছেন।

তার এমন ব্যাটিংয়ের বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশ দলের ইনিংসে। তারপরও লিটন টিকে গেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষিত হয়েছে তাকে রেখেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে লিটনকে বিবেচনা করার কারণ হিসেবে এক দিন আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন-‘ লিটনকে রিপ্লেশ করতে গেলে উইকেট কিপিং এবিলিটির কথাও মাথায় রাখতে হয়েছে। আমাদেরকে কিন্তু দুইজন উইকেট কিপার নিয়ে যেতে হবে। কনকাশনের ব্যাপারও আছে। এক্ষেত্রে হয়ত ভিন্ন নাম আসতো। বিকল্প হিসেবে আমরা এনামুল হক বিজয়ের নামটাও আলোচনায় রাখতে হয়েছে। তারপরও লিটনের উপর আমরা আস্থা রেখেছি।’

লিটনের জায়গায় নতুন কাউকে আনতে চায়নি টিম ম্যানেজমেন্ট। বুধবার ফটো সেশন শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-‘লিটন আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। যদিও কয়েকটা সিরিজ ভালো যায়নি। এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে। শেষ মুহূর্তে আমরা কেউই চাইনি নতুন একটা প্লেয়ার দলে চলে আসুক। এরকম বড় টুর্নামেন্টের আগে তার জন্য হয়ত কঠিন হবে। আমরা যে ভুলটা হয়ত অতীতে করেছি আমরা চেয়েছি যে দলটা আমাদের থাকবে তা নিয়ে যেন বিশ্বকাপে যাব।এজন্য আমরা অভিজ্ঞতাকে সেখানে মূল্য দিয়েছি। আশা করি লিটন ভালো করবে ইনশাল্লাহ।’

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ইনিংসে লিটন বড় আসরের ক্রিকেটার হিসেবে স্বাক্ষর রেখেছেন। পরবর্তী বৈশ্বিক আসরে সেই লিটন বাদ পড়বেন কেনো ? 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন