মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ , ১৯ শাবান ১৪৪৬

খেলা

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব-হাসারাঙ্গা

ক্রীড়া ডেস্ক মে ১৫, ২০২৪, ১৭:০৬:২১

167
  • ছবি: ইন্টারনেট

আগামী মাসের শুরুতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে সাকিব আল হাসান ও ওয়ানিন্দু হাসারাঙ্গার মধ্যে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াইটা জমে উঠেছে বেশ। তারা দুজনেই আছেন যৌথভাবে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।

সাকিবের রেটিং পয়েন্ট ২৩১ থেকে কমে হয়েছে ২২৮। এদিকে ২২৮ রেটিং পয়েন্ট হাসারাঙ্গারও। এদিকে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা মোহাম্মদ নবীও খুব বেশি রেটিং পয়েন্টে পিছিয়ে নেই। সাকিব-হাসারাঙ্গার সঙ্গে তাঁর পার্থক্য মাত্র ১০ রেটিং পয়েন্টের। বাংলাদেশ সিরিজে অলরাউন্ড পারফর্ম করে দুই ধাপ এগিয়ে চার নম্বরে আছেন সিকান্দার রাজা। তার রেটিং পয়েন্ট ২১০। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বরে আছেন এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের রেটিং পয়েন্ট ২০৫।

এদিকে, বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। তিন ধাপ এগিয়ে তাসকিনের অবস্থান এখন ২৩তম। মোস্তাফিজ ৫ ধাপ এগিয়ে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছেন। জিম্বাবুয়ে সিরিজে তাসকিন ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। মোস্তাফিজ শেষ দুই ম্যাচে ৩টি উইকেট নিয়েছেন। তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ।

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন