সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ , ৩ রবিউস সানি ১৪৪৬

খেলা

তারপরও সন্তুষ্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

স্পোর্টস রিপোর্টার ফেব্রুয়ারী ২৬, ২০২৪, ১৯:০৯:২৬

563
  • সংবাদ সম্মেলনে শুভাগতহোম। ছবি-সংগৃহিত

প্লে অফে উঠেই থেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাউন্ড রবীন লিগে যে দলটির বিপক্ষে জিতেছে উভয় ম্যাচ, সেই ফরচুন বরিশালের কাছে ৭ উইকেটে হেরে শেষ হয়েছে চট্টগ্রামের বিপিএল মিশন। এলিমিনেটরি রাউন্ডে ফরচুন বরিশালের কাছে পাত্তাই পায়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

এলিমিনেটরি রাউন্ডে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগতহোম-‘ টসের আগে যখন দেখলাম উইকেট খুব ভালো ছিল, শক্ত ছিল। আমরা সেভাবে কাজে লাগাতে পারিনি। আমাদের টপ অর্ডার যারা ছিল তারা অইভাবে পাওয়ারপ্লেটা কাজে লাগাতে পারেনি। আমরা উইকেটও হারিয়েছি কিছু। এটা আমাদের জন্য হতাশাজনক যে এরকম উইকেটেও একটা ভালো সংগ্রহ পাইনি।’ 

এলিমিনেটর ম্যাচে শহিদুল-টম ব্রুসের ইনজুরিতে সেরা একাদশ নামাতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখানেও ধাক্কা খেতে  হয়েছে তাদেরকে। এমনটাই মনে করছেন শুভাগতহোম-‘কিছুটা হয়ত মোমেন্টাম আমরা হারিয়েছি। শহিদুল টুর্নামেন্টজুড়ে খুব ভালো করেছে। প্রতি ম্যাচেই ব্রেক থ্রু দিয়েছে। সে না থাকায় আমাদের বোলিং ইউনিট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশিও আমরা সেরকম আনতে পারেনি এনওসি (জটিলতার কারণে) অনেক ঝামেলায়। আরেকটু যদি ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারতাম তাহলে হয়ত ভালো কিছু হতো। টম ব্রুসের কাঁধে চোট ছিল। সেজন্য সে কিপিং করতে পারে নাই। সেখানে আমাদের একটা কিপার দরকার ছিল। সেখানেই ইমরানউজ্জামানকে সুযোগ দেওয়া হয়েছিল।’ 

আসরজুড়ে ফর্মে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম এলিমিনেটর রাউন্ডে হতাশ করেছেন। ফিরে গেছেন মাত্র ২ রানে। তারপরও এই টপ অর্ডারের জন্য শুভকামনা করছেন শুভাগতহোম-‘তানজিদ তামিম খুব ভালো ব্যাটিং করেছে। হয়ত শুরুর দিকে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। যত দিন গেছে নিজেকে মেলে ধরেছে। অবদান ছিল দলের প্রতি। টপ অর্ডারে ওর অবদান ভালো ছিল। আজকে হয়ত সেভাবে অবদান রাখতে পারেনি। আমি চাইব যে এভাবেই তার পারফরম্যান্সটা করে যাক এবং পারফরম্যান্স ধরে রাখুক।’ 

সাধারণমানের একটা দলকে নিয়ে প্লে অফে খেলতে পারায় সন্তুষ্ট শুভাগতহোম-‘আমি টুর্নামেন্টজুড়ে বলব যে আমি সন্তুষ্ট। আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, প্লে-অফে খেলেছি। প্লে-অফে হয়ত ভালো করতে পারিনি। ছেলেরা যেভাবে খেলেছে যেভাবে পারফর্ম করেছে আত্মবিশ্বাসের সাথে মোমেন্টাম এনে দিয়েছে আমি খুশি। গত বছরের চেয়ে এবারের দলটা অনেকটা গুছানো। যারা খেলেছে সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এই বছর। আমাদের দলের বন্ডিং ভালো ছিল। হয়তবা খুব বেশি নামী প্লেয়ার ছিল না। আমাদের বন্ডিং ভালো ছিল। সেভাবে ফলটা এসেছে আমাদের পক্ষে। ’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন