রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ , ৬ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা

বড় জয়ে টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক ফেব্রুয়ারী ২৩, ২০২৪, ১৬:৪৬:৪৩

662
  • উইকেটের উৎসব জাম্পার। ছবি-ক্রিকইনফো

অস্ট্রেলিয়া: ১৭৪/১০ (১৯.৫ ওভারে)

নিউ জিল্যান্ড : ১০২/১০ (১৭.০ ওভারে)

ফল : অস্ট্রেলিয়া ৭২ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)। 

ওয়েলিংটনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়ে শেষ বল থিলারে হেরে গেছে নিউ জিল্যান্ড। ৪৮ ঘন্টা আগের সেই উত্তাপটা দেখা যায়নি অকল্যান্ডে। অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পায়নি স্বাগতিক নিউ জিল্যান্ড। ৭২ রানের বিশাল জয়ে ১ ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 

অকল্যান্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৭৪/১ স্কোরে বড় পুঁজির আবহ পেয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের মাঝপথে এই গতিতে রান না ওঠায় ১৭৪/১০-এ থামতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ট্র্যাভিস হেড ২২ বলে ২ চার, ৫ ছক্কায় ২২ বলে ৪৫, প্যাট কামিন্স ২২ বলে ২৮, মিচেল মার্শ ২১ বলে ২৬ রান করেছেন।

মার্শ এদিন টি-টোয়েন্টি ক্রিকেটে অজি ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছেন। সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে অ্যারণ ফিঞ্চের ১২৫টি ছক্কা টপকে তার ছক্কার সংখ্যা এখন ১২৬টি।

আগের ম্যাচে শেষ ওভারে ১৬ রান খরচা করায় খলনায়ক সাউদির জায়গায় এদিন ফেরানো হয়েছে বোল্টকে। তবে বোলিংয়ে বোল্ট হতাশ করেছেন (৪-০-৪৯-০)। আর এক পেসার মিলনে ২ উইকেটের বিপরীতে খরচ করেছেন ৪০ রান। তবে পেসার ফার্গুসেন করেছেন দারুণ বোলিং (৩.৫-০-১২-৪)।

ফার্গুসনের বোলিং ম্লান করেছে কিউই ব্যাটাররা। স্কোরশিটে ২৯ উঠতে ৪ উইকেট হারিয়ে দিশেহারা নিউ জিল্যান্ডের ৫ম জুটি ৩২ বলে ৪৫ রান যোগ করে প্রতিদ্বদ্বীতার আবহ আনলে ২৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বড় হারে বাধ্য হয় নিউ জিল্যান্ড।

লেগ স্পিনার জাম্পার বোলিংয়ে (৪-০-৩৪-৪) ৩ ওভার হাতে থাকতে ১০২ রানে অল আউট হয় নিউ জিল্যান্ড। গ্লেন ফিলিপ করেছেন ৩৫ বলে ৪২ রান। টেল এন্ডার বোল্টের ১১ বলে ১৬ রানে তিন অঙ্কের নাগাল পেয়েছে নিউ জিল্যান্ড।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন