বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

খেলা

নান্নু-সুমন বাদ, প্রধান নির্বাচক হয়ে বিসিবিতে ফিরলেন লিপু

স্পোর্টস রিপোর্টার ফেব্রুয়ারী ১২, ২০২৪, ২০:০১:৪৪

3K
  • গাজী অশরাফ হোসেন লিপু। ছবি-সংগৃহিত

আইসিসি স্বীকৃত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক।

ক্রিকেট অপারেশন্স কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বও সফলভাবে পালন করেছেন লিপু। ২০১৩ সালে বিসিবির নির্বাচনে ক্যাটাগরি থ্রি থেকে হেরে যাওয়ার পর থেকে বিসিবিতে লম্বা সময় ছিলেন ব্রাত্য।

আবাহনীর অন্যতম সফল অধিনায়ক গাজী আশরাফ হোসেনকে গত এক দশকে রাখা হয়নি বিসিবির কোনো কমিটিতে। শেষ পর্যন্ত লিপুকে ফিরিয়ে আনা হয়েছে বিসিবিতে। ২০১৬ সাল থেকে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুকে সরিয়ে তার জায়গায় প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। 

সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশ দলের যাচ্ছে-তাই পারফরমেন্সে নান্নুর বিদায় ঘন্টা বেজেছে। গত ডিসেম্বরে নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার রিপ্লেশমেন্ট খুঁজছিল বিসিবি।  সোমবার বিসিবির পরিচালনা পরিষদের সভায় নান্নুর সঙ্গে আর নতুন মেয়াদে চুক্তি নয়  বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিসি।

শুধু  নান্নু একাই নন, ২০১৬ সাল থেকে নির্বাচক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা হাবিবুল বাশার সুমনকেও নির্বাচক কমিটি থেকে বাদ দিয়েছে বিসিবি। গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গী হিসেবে আছেন আগের নির্বাচক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রাজ এবং হান্নান সরকার।জুনিয়র নির্বাচক কমিটির দায়িত্ব সফলভাবে পালনে প্রমোশন পেয়ে জাতীয় দলের নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন হান্নান সরকার।

তবে নান্নু এবং সুমন নির্বাচক কমিটি থেকে বাদ পড়লেও বিসিবিতে অন্য কোথাও তাদেরকে সম্পৃক্ত রাখার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন- ‘আমরা তাদের কন্ট্রিবিউশনে সন্তুষ্ট। তাদেরকে বোর্ডে অন্য কোনো সুইটেবল পজিশনে রাখা হবে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন