বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

খেলা

ভারতীয় বংশোদ্ভূত হারজাসকে নিয়ে কৌতুহল

স্পোর্টস ডেস্ক ফেব্রুয়ারী ১২, ২০২৪, ১৯:২৫:৪২

982
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি নিয়ে হারজাস সিং। ছবি-ক্রিকইনফো

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া এক ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটারের পারফরমেন্সে। ভারতকে ৭৯ রানে হারিয়ে ১৪ বছর পর অস্ট্রেলিয়ার যুবাদের ট্রফি জয়ে বাঁ হাতি মিডল অর্ডার হারজাস সিংয়ের ৬৪ বলে ৫৫ রানের ইনিংস রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

চতুর্থ উইকেট জুটিতে ৬৮ বলে ৬৬ রানে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে বড় চ্যালেঞ্জে ফেলে দিতে পেরেছে অস্ট্রেলিয়ার যুবারা। এখানেও হারজাস সিংয়ের ভূমিকা প্রশংসনীয়।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ৬ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল মোট ৪৯ রান।সাফল্য না পেলেও তাঁর উপর আস্থা রেখেছিল অস্ট্রেলিয়া। রবিবার ফাইনালে সেই আস্থার মর্যাদা দিয়েছেন তিনি।

কে এই হারজাস ? এ নিয়ে কৌতুহলের কমতি নেই। হরজাসের বাবা ইন্দ্রজিৎ ছিলেন পাঞ্জাবের রাজ্য বক্সিং চ্যাম্পিয়ন। মা অভিন্দর কাউর ছিলেন রাজ্য স্তরের অ্যাথলিট- লং জাম্পার। উন্নত জীবনের জন্য হারজাসের বাবা-মা চণ্ডিগড় ছেড়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমিয়েছিলেন ২০০০ সালে।

হরজাসের জন্ম ২০০৫ সালে সিডনিতে। জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক হরজাস। আট বছর বয়সে ক্রিকেট শেখা শুরু তাঁর। ২০১৮ সালে হারজাসের বয়স যখন ১৩ বছর তখন সিডনির রিভেসবি ওয়াকার্স ক্রিকেট ক্লাবে খেলে শুরু করেছিলেন।

২০২২ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পান এই অলরাউন্ডার। বাবা-মায়ের উৎসাহে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠেছেন হারজাস।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের হিরো চণ্ডীগড় এবং অমৃতসরে আমার পরিবারের অনেকে থাকেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন হারজাস-‘ চণ্ডীগড়ের সেক্টর ৪৪ ডি-তে আমাদের বাড়ি রয়েছে। সেখানে কাকা থাকেন। ২০১৫ সালে শেষ বার ভারতে গিয়েছি। ক্রিকেটকে পেশা হিসাবে নেওয়ার পর আর সময় বের করতে পারিনি।’ 

বাবা-মা সিডনিতে পরিবহন শিল্পে কাজ করেন। ছেলে হারজাসকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে সঞ্চিত অর্থ ব্যয় করেছেন বলে জানিয়েছেন হারজাস- ‘আমি যথাযথ প্রশিক্ষণ পেয়েছি কী না,  তা নিশ্চিত করার জন্য আমার বাবা-মা তাদের অবসরের সমস্ত সময়টা উৎসর্গ করেছেন। তারা পরিবহন শিল্পে কাজ করেন। তারা আমার ক্যারিয়ার গঠনে সাহায্য করার জন্য ঘন্টা ভিত্তিক কাজ করে যে সঞ্চয় করেছেন, তা ব্যয় করেছেন তারা।’  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন