রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ , ১ জুমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্রাডম্যান-কোহলিকে ছুঁয়েও স্বস্তিতে নেই উইলিয়ামসন

স্পোর্টস রিপোর্টার নভেম্বর ২৯, ২০২৩, ২২:৫৭:৩০

355
  • সেঞ্চুরির পর কেন উইলিয়ামসন। ছবি-ইন্টারনেট

দারুণ ফর্মে আছেন কেন উইলিয়ামসন। টেস্টে সর্বশেষ ৫ ইনিংসের ৪টিতে পেয়েছেন উইলিয়ামসন। শুরুটা এ বছরের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে ১৩২ রানের ইনিংস দিয়ে।

ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ১২১*, ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫-এর পর সিলেটে বাংলাদেশের বিপক্ষে ১০৪। টেস্টে আফ্রিকার হাশিম আমলা, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কের টেস্ট সেঞ্চুরির সংখ্যাকে (২৮টি) ছুঁয়ে এসেছেন বাংলাদেশে।

এসেই সিলেটে সেঞ্চুরিতে ছুঁয়েছেন কেন উইলিয়ামসন অজি লিজেন্ডারি ডন ব্রাডম্যান এবং ভারত সেনসেশন বিরাট কোহলিকে। অফ স্পিনার নাইম হাসানকে স্কোয়ার লেগে খেলে সিঙ্গল নিয়ে ২৯তম সেঞ্চুরি পূর্ণ করে ছুঁয়ে ফেললেন এই দুই ক্রিকেটারের মাইলস্টোনকে।

২৯তম টেস্ট সেঞ্চুরি উদযাপনে কেন ৪র্থ দ্রুততম। ব্রাডম্যান ৭৯ ইনিংসে ২৯ সেঞ্চুরিতে দ্রুততম। ২৯তম সেঞ্চুরি উদযাপনে শচীনের লেগেছে ১৪৮ ইনিংস, স্টিভেন স্মিথের ১৫৫ ইনিংস। কেন উইলিয়ামসনের লেগেছে সেখানে ১৬৫তম ইনিংস।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট রেকর্ডটা এমনিতেই ভাল কেন উইলিয়ামসনের। ৭ টেস্টে ১১২.৪২ গড়ে ৪ সেঞ্চুরি, ৪ ফিফটিতে কেন উইলিয়ামসনের রান এখন ৭৮৭। বাংলাদেশের বিপক্ষে অভিষেক ইনিংসেই পেয়েছিলেন কেন উইলিয়ামসন সেঞ্চুরি। ২০১৩ সালে চট্টগ্রামে ১১৪ রানের ইনিংসে শুরু তার। বাংলাদেশের মাটিতে ফিরতি টেস্ট সফরেই দ্বিতীয় সেঞ্চুরির মুখ দেখলেন কেন উইলিয়ামসন (২০৫ বলে ১১ বাউন্ডারিতে ১০৪)।

তবে ডন ব্রাডম্যান, কোহলিকে ছোঁয়ার দিনেও স্বস্তিতে নেই উইলিয়ামসন-‘ধারাবাহিকভাবে সেঞ্চুরি করে রেকর্ড করাটা গর্বের। তবে একই সময়ে লক্ষ্য রাখতে হচ্ছে দলকে নিয়ে।সম্ভাব্য সেরা অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। পরে অনেক পার্টনারশিপের অংশ হতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’

দ্বিতীয় দিনটাকে কঠিন বলছেন উইলিয়ামসন-‘এটা একটা কঠিন দিন ছিল। ভেবেছিলাম ব্যাটাররা সত্যিই নিজেদের প্রয়োগ করার চেষ্টা করবে। বেশ কিছু পার্টনারশিপ হবে। এখন আমাদের হাতে দুটি উইকেট আছে। আর কিছু রান করলে ভাল লাগবে। তারপর আমরা বল করার সুযোগ পাব। উইকেট ফেটে যাচ্ছে। বেশ অবনতির লক্ষণ দেখা যাচ্ছে। এটা আগামী কয়েক দিনের মধ্যে উইকেট ভেঙ্গে চৌচির হয়ে যাবে।’

বাংলাদেশের স্পিনাররা এই দিনটিতে অনেক কিছু শিখিয়েছেন বলে জানিয়েছেন কেন উইলিয়ামসন-‘তারা (বাংলাদেশের স্পিনাররা) এই কন্ডিশনের সঙ্গে খুবই অভ্যস্ত। তারা নিখুঁত। তারা সবাই আজ অসামান্য ছিল। তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন