শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

খেলা

২৯ সেঞ্চুরিতে ব্রাডম্যান-কোহলিকে ছুঁয়েছেন কেন উইলিয়ামসন

স্পোর্টস রিপোর্টার নভেম্বর ২৯, ২০২৩, ১৯:৩৯:৩০

334
  • ২৯তম সেঞ্চুরির পর কেন উইলিয়ামসন। ছবি-ক্রিকইনফো

নিউ জিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড অনেক আগেই করেছেন কেন উইলিয়াামসন। রস টেলরের ১৯ সেঞ্চুরিকে গেছেন ছাড়িয়ে অনেক আগেই। টেস্টে আফ্রিকার হাশিম আমলা, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কের টেস্ট সেঞ্চুরির সংখ্যাকে (২৮টি) ছুঁয়ে এসেছেন বাংলাদেশে।

এসেই সিলেটে সেঞ্চুরিতে ছুঁয়েছেন কেন উইলিয়ামসন অজি লিজেন্ডারি ডন ব্রাডম্যান এবং ভারত সেনসেশন বিরাট কোহলিকে। অফ স্পিনার নাইম হাসানকে স্কোয়ার লেগে খেলে সিঙ্গল নিয়ে ২৯তম সেঞ্চুরি পূর্ণ করে ছুঁয়ে ফেললেন এই দুই ক্রিকেটারের মাইলস্টোনকে।

২৯তম টেস্ট সেঞ্চুরি উদযাপনে কেন ৪র্থ দ্রুততম। ব্রাডম্যান ৭৯ ইনিংসে ২৯ সেঞ্চুরিতে দ্রুততম। ২৯তম সেঞ্চুরি উদযাপনে শচীনের লেগেছে ১৪৮ ইনিংস, স্টিভেন স্মিথের ১৫৫ ইনিংস। কেন উইলিয়ামসনের লেগেছে সেখানে ১৬৫তম ইনিংস।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট রেকর্ডটা এমনিতেই ভাল কেন উইলিয়ামসনের। ৭ টেস্টে ১১২.৪২ গড়ে ৪ সেঞ্চুরি, ৪ ফিফটিতে কেন উইলিয়ামসনের রান এখন ৭৮৭। বাংলাদেশের বিপক্ষে অভিষেক ইনিংসেই পেয়েছিলেন কেন উইলিয়ামসন সেঞ্চুরি। ২০১৩ সালে চট্টগ্রামে ১১৪ রানের ইনিংসে শুরু তার। বাংলাদেশের মাটিতে ফিরতি টেস্ট সফরেই দ্বিতীয় সেঞ্চুরির মুখ দেখলেন কেন উইলিয়ামসন (২০৫ বলে ১১ বাউন্ডারিতে ১০৪)।

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার মিনিট পনের আগে তাইজুলের স্ট্রেইটারে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড আউটে থেমেছেন কেন উইলিয়ামসন। তবে ব্রাডম্যান-কোহলির সেঞ্চুরির সংখ্যাকে ছুঁয়েছেন এদিন ভাগ্যক্রমে। একবার দুবার নয়-তিনবার বেঁচে গেছেন কেন উইলিয়ামসন।

৫৯, ৬৪, ৭০ রানে বেঁচে গেছেন। তিনবারই তার মূল্যবান উইকেট থেকে বঞ্চিত হয়েছেন অফ স্পিনার নাইম হাসান। যার মধ্যে  ৬৪ রানের মাথায় মিড উইকেটে তাইজুলের হাত থেকে ক্যাচ ফসকে যাওয়া এবং ৭০ রানের মাথায় ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে শরিফুলের ড্রপটা কপাল খুলে দিয়েছে কেন উইলিয়ামসের। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন