বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

উইলিয়ামসনের সেঞ্চুরির পরও লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০২৩, ১৭:০৯:০০

262
  • উইলিয়ামসনের সেঞ্চুরির পরও লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ফিল্ডারদের ব্যর্থতায়  দুইবার জীবন পেয়েছিলেন কেন উইলিয়ামসন। সে সুযোগ কাজে লাগাতে ভুল করলেন না  কিউই এই অভিজ্ঞ ব্যাটার। স্পিনারবান্ধব পিচে বাকি ব্যাটারদের আসা-যাওয়ার বিপরীতে একপ্রান্ত আগলে রেখে ছুঁলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। ১৮৯ বলে টেস্ট ক্যারিয়ারের ২৯ তম সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। তারপরও সিলেট টেস্টে তাইজুলের ঘূর্ণিতে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৬৬ রান তুলেছে নিউ জিল্যান্ড। এখনও টাইগাররা এগিয়ে ৪৪ রানে।

এর আগে ব্যাট করতে নেমে সফরকারী দুই ওপেনার টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে শুরু করেছিলেন ধীরলয়ে। সিলেটের স্পিনিং উইকেটে ভালোই এগোচ্ছিলেন দুজন। তবে সেটা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। ১৩তম ওভারে প্রথম বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। টম ল্যাথাম সুইপ করতে চেয়েছিলেন। তবে সেটা ব্যাটে-বলে হয়নি। ফাইন লেগে ক্যাচ নেন নাঈম হাসান।

১৬তম ওভারে নিউজিল্যান্ড শিবিরে দ্বিতীয় আঘাত হানেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ। ডেভন কনওয়েকে ১২ রানে বিদায় দেন মিরাজ। ৪৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে উঠছিলেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। অবশ্য লাঞ্চ বিরতির পর নিকোলসকে বেশিক্ষণ টিকতে দেননি পেসার শরিফুল। দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই জুটি ভাঙলেন শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে কট বিহাইন্ড হন হেনরি নিকোলস। ৪২ বলে ১৯ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। তার বিদায়ে ভাঙে কেন উইলিয়ামসনের সঙ্গে গড়া ৯৪ বলে ৫৪ রানের। 

তিন উইকেট হারানোর পরও ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে নতুন করে এগোচ্ছিলেন উইলিয়ামসন। দুজনের চতুর্থ উইকেট জুটির রান পঞ্চাশ ছাড়ায়। পরে মিচেলকে ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙেন তাইজুল। অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেওয়া বল বেরিয়ে এসে মারতে চেয়েছিলেন মিচেল। কিন্তু ব্যাটে ছোঁয়াতে পারেননি। উইকেটের পেছনে বল ধরেই বেলস ফেলে দেন সোহান। ৪১ রান করে ফিরেছেন মিচেল।

অবশ্য মাত্র ৪ রানে থাকা অবস্থায় মিচেলকে সাজঘরে পাঠানোর দারুণ সুযোগ মিস করেছে বাংলাদেশ। ইনিংসের ৩৫ তম ওভারে শরিফুল ইসলামের অফ স্টাম্পের বাইরে বল মিচেলের ব্যাটের কানা ঘেঁষে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে।জয়-সোহানরা আবেদন করেছিলেন। যদিও তেমন জোরালো আবেদন ছিল না। কিন্তু আম্পায়ার সাড়া দেননি তাতে। টাইগার অধিনায়ক শান্তও আর রিভিউ নেননি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, মিচেলের ব্যাটের কানা ছুঁয়েছে ওই বল। অর্থাৎ রিভিউ নিলে সাফল্য পেত বাংলাদেশ।

মিচেলের পর ক্রিজে নামা টম ব্লান্ডেলকে অবশ্য বেশিক্ষণ টিকতে দেননি নাইম। কট বিহাইন্ড হওয়ার আগে ২৩ বলে ৬ রান করেন উইকেটকিপার এই ব্যাটার। এরপর ফিলিপসকে নিয়ে ষষ্ঠ উইকেটে আবারও পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন উইলিয়ামসন। এ নিয়ে এক ইনিংসে তৃতীয় পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হলেন উইলিয়ামসন। 

একদিন আগে বল হাতে আতঙ্ক ছড়ানো ফিলিপস ব্যাট করতে নেমেও ছিলেন ব্যক্তিগত ফিফটির দ্বারপ্রান্তে । তবে তাকে ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙেন মুমিনুল হক। 

ফিলিপস যখন ফেরেন তখন উইলিয়ামসন ৯৯ রানে ব্যাট করছিলেন। পরের ওভারে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। ১৮৯ বল খেলে ১১টি চারে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন তিনি। যা তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে তিনি স্যার ডন ব্র্যাডম্যানন ও বিরাট কোহলিকে ছুঁলেন। তাদেরও ২৯টি করে সেঞ্চুরি রয়েছে।

একপ্রান্ত আগলে দারুণ সেঞ্চুরি করা উইলিয়ামসন অবশ্য ইনিংসটিকে বড় করতে পারেননি। দলীয় ২৬২ রানের মাথায় তাইজুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ২০৫ বল খেলে ১১টি চারে ১০৪ রান আসে তার ব্যাট থেকে।

তিনি আউট হওয়ার পর ২৬৪ রানের মাথায় ফেরেন নতুন ব্যাটসম্যান ইশ সোধী। তিনি ৬ বল খেলে কোনো রান করার আগেই তাইজুলের চতুর্থ শিকারে পরিণত হন। যে কারনে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

তাইজুল নেন ৪ উইকেট। এদিকে নাইম, মুমিনুল নেন ১টি করে উইকেট।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন