সোমবার, ৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ , ৩ রবিউস সানি ১৪৪৬

খেলা

ইংল্যান্ড বিশ্বকাপ দলে নেই জেসন রয়, চমক অ্যাটকিনসন

স্পোর্টস ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০২৩, ২১:০৯:৩৭

536
  • জেসন রয়। ছবি-ইন্টারনেট

গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩২ রানের ইনিংস দিয়েছেন উপহার জেসন রয়। অথচ, ওই সিরিজের পর ইনজুরিতে ফিরতে পারেননি ইংল্যান্ড দলে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজ মিস করেছেন এই ওপেনার।

এতেই ধাক্কা খেয়েছেন। গত বিশ্বকাপে ৬৩.২৮ গড়ে ৪৪৩ রান করা জেসন রয়কে বাদ দিয়েই ইংল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষিত হয়েেছে। পিঠের ইনজুরিতে জেসন রয় বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়ায় এ বছর দূর্দান্ত ফর্মে থাকা হ্যারি ব্রুককে নেয়া হয়েছে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দলে।

 অবসর ভেঙ্গে ওয়ানডে ক্রিকেটে ফিরে প্রত্যাবর্তন সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৪ বলে ১৮২ রানের ব্যাটিংয়ে ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংস উপহার দেয়ার পুরস্কার পেয়েছেন বেন  স্টোকস। আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। 

ইংল্যান্ড বিশ্বকাপ দলে পেস বোলিং ডিপার্টমেন্টে আছেন স্যাম কারান, রিসি টপলি, ডেভিড উইলি, মার্ক উড এবং ক্রিস ওকস। নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরা পেসার গাস অ্যাটকিনসনকে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। ইংল্যান্ড স্পিন ডিপার্টমেন্টে দুই অভিজ্ঞ আদিল রশিদ, মঈন আলীর পাশে লিয়াম লিভিংস্টোন।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, স্যাম কারান, ডেভিড উইলি, রিসি টপলি, মার্ক উড এবং গাস অ্যাটকিনসন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন