শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

খেলা

টেস্টে সাকিবের অনুপস্থিতি নিয়ে দুশ্চিন্তায় নির্বাচকরা

স্পোর্টস রিপোর্টার মে ২৫, ২০২৩, ১৯:৪৫:৫৯

335
  • আপীল করছেন সাকিব। -ফাইল ফটো

১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬৬ টেস্টে ৪৪৫৪ রানের পাশে ২৩৩ উইকেট সাকিবের। হোমে টেস্ট রেকর্ডটা দারুণ এই বাঁ হাতি স্পিন অলরাউন্ডারের। বাংলাদেশের মাটিতে ৪৪ টেস্টে ২৯২৮ রানের পাশে ১৫৯ উইকেট পেয়েছেন তিনি।

প্রিয় ভেন্যু মিরপুরের রাজা সাকিব। এই ভেন্যুতে ২১ টেস্টে ৪৩.৯৭ গড়ে ১৫৮৩ রানের পাশে ৩০০৫ গড়ে পেয়েছেন ৭৬ উইকেট।

বাংলাদেশ সেরা টেস্ট ক্রিকেটারকে ছাড়া আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে আসন্ন টেস্ট খেলতে হবে বাংলাদেশকে। চেম্পসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হাত থেকে ক্যাচ ফসকে মারাত্মক চোট পেয়ে ৬ সপ্তাহ বিশ্রামে আছেন সাকিব।

তাকে পাওয়া যাবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে। টেস্টে সাকিবের এই অনুপস্থিতি বড় ভাবনায় ফেলেছে নির্বাচকদের।সেই দুর্ভাবনার কথা বৃহস্পিতিবার গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন— ‘সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়।  সাকিবের বোলিং তো বাংলাদেশ ডেফিনেটলি মিস করব।’ 

সাকিবের রিপ্লেশমেন্ট হিসেবে যখন কোনো অলরাউন্ডার মজুদ নেই, তখন একজন বাড়তি ব্যাটার অথবা বোলার নিয়ে খেলার কথা ভাবছেন নির্বাচকরা। এমনটাই জানিয়েছেন হাবিবুল বাশার সুমন—‘সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। তার অনুপস্থিতিতে একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। আমার মনে হয় বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন