শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

খেলা

তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক মে ২৫, ২০২৩, ১৮:৫৬:২৪

78
  • ৪ উইকেট পাওয়া তানজিম হাসান সাকিবকে টিমমেটদের অভিনন্দন। ছবি-বিসিবি

বাংলাদেশ 'এ' : ২৩৭ও ২৭০/৬ (৬১.০ ওভারে)

ওয়েস্ট ইন্ডিজ 'এ' ১ম ইনিংস : ৩৪৫/১০ (৯৬.১ ওভারে)

(তৃতীয় দিন শেষে)

সিলেটে অনুষ্ঠারত চারদিনের ম্যাচের প্রথম দুই দিন এগিয়ে ছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। তবে তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ 'এ'। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১০৮ রানের বেশি লিড নিতে দেয়নি আফিফের দল।

দ্বিতীয় ইনিংসে প্রত্যাশিত ব্যাটিং করছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলাদেশ 'এ' দলের স্কোর ২৭০/৬। ইতোমধ্যে ১৬২ রানের লিড নিয়েছে বাংলাদেশ 'এ' দল।

সিলেট একাডেমী মাঠে দ্বিতীয় দিন শেষেওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের স্কোর ছিল ২৬৮/৬। তৃতীয় দিন শেষ ৪টি উইকেটে যোগ করেছে সফরকারী দল ৭৭ রান। পেস বোলার তানজিম হাসান সাকিবের দারুণ বোলিংয়ে (৪/৫৯) ম্যাচে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছে বাংলাদেশ 'এ'। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার সাদমান অনীকের ৭৪, শাহাদত দিপুর ৫০ এবং ইরফান শুকুরের অবিচ্ছিন্ন ৬১ রানে বাংলাদেশ 'এ' দলের স্কোর তৃতীয় দিন শেষে ২৭০/৬। ১৭৯ মিনিটের ব্যাটিংয়ে সাদমান অনীক ৭৪ রান করেছেন।

যে ইনিংসে মেরেছেন তিনি ৯টি চার। প্রথম ইনিংসে ৭৩ রানের পর দ্বিতীয় ইনিংসে শাহাদত দিপু করেছেন ৫০। ৬৮ বলে ৭টি বাউন্ডারি মেরেছেন তিনি। ইরফান শুকুর ৭৮ বলে ১১ বাউন্ডারিতে ৬১ রানে ব্যাটিংয়ে আছেন। নাাইম হাসানকে নিয়ে অবিচ্ছিন্ন ৬১ রানে দিয়েছেন তিনি নেতৃত্ব। দ্বিতীয় উইকেট জুটি ৫৬ এবং ৪র্থ উইকেট জুটি যোগ করেছে ৬৮ রান।

তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর সফল দুই ব্যাটার নাইম শেখ (২৮) এবং আফিফ (৪) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে হতাশ করেছেন। টেস্ট ওপেনার জাকির হাসান উভয় ইনিংসে (১৮ও ১৩) ব্যর্থ হয়েছেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন