শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

খেলা

লিটনের ব্যাটিং দেখে অনেক কিছু শেখার আছে : রনি

স্পোর্টস রিপোর্টার মার্চ ৩০, ২০২৩, ২২:৫১:৫৭

155
  • অনুশীলনে রনি তালুকদার। ছবি-ফেসবুক

লিটনের সঙ্গে বোঝাপড়াটা দারুণ রনি তালুকদারের। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ৪৩ বলে ৯১, দ্বিতীয় ম্যাচে ৫৬ বলে ১২৪ রান এসেছে এই জুটির ব্যাটিংয়ে। দু'জনের ব্যাটেই উঠেছে ফুলকি।

লিটনের সাথে ব্যাটিংটা ভালই উপভোগ করছেন রনি তালুকদার। লিটনের ব্যাটিং দেখে অনেক কিছু শেখার আছে বলে মনে করছেন নতুন ওপেনিং পার্টনার রনি তালুকদার-‘আমি মনে করি, ও এখন বাংলাদেশ দলের মূল ব্যাটসম্যান। তার সঙ্গে ব্যাটিং করতে পারা সত্যিই অনেক আনন্দের ব্যাপার। আমরা দু'জনই চেষ্টা করি সব সময় স্ট্রাইক রোটেট করার। ওর সঙ্গে ব্যাটিং করলে আপনি বুঝতেই পারবেন না, কীভাবে রান হয়ে যাচ্ছে। ওর ব্যাটিং দেখলে মনে হয়, শুধু দেখেই যাই। লিটনের ব্যাটিং দেখে অনেক কিছু শেখার আছে।’

লিটনের আগ্রাসী ক্রিকেটে মুগ্ধ রনি তালুকদার হচ্ছেন উদ্বুদ্ধ। এমনটাই জানিয়েছেন রনি তালুকদার-‘আমি যখন আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করি, আমার সঙ্গীও যেন ওই ধরনের খেলা খেলতে পারে।লিটনের সঙ্গে ব্যাটিং করলে বোঝাই যায় না, স্কোরবোর্ডে কখন রান হয়ে যাচ্ছে।’

২০১৫ সালের জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রনি তালুকদারের। সেই ম্যাচে ২২ বলে ২১ রানের ইনিংস শেষে থমকে গেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থেকে জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়েছেন যখন রনি, তখন বিপিএলের ধারাবাহিক পারফরমেন্সে ৯৪ মাস পর ফিরেছেন জাতীয় দলে।

ফেরাটা খুব একটা সুখকর হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ২১,৯,২৪'র পর আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরে পেয়েছেন ছন্দ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ বলে ৬৭, দ্বিতীয় ম্যাচে ২৩ বলে ৪৪! দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এতোটা সাহসী ব্যাটিং করছেন কীভাবে রনি তালুকদার ? এটাই প্রশ্ন।

টিম ম্যানেজমেন্টের সাহস পেয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলার স্বাধীনতা পেয়েছেন বলে জানিয়েছেন রনি তালুকদার- ‘এখন ভয় কাজ করে না। টিম ম্যানেজমেন্ট আমাকে ওই সাহসটা দিয়েছে।আমার এখানে হারানোর কিছু নেই। আমার খেলার ধরন অনুযায়ী আমাকে খেলতে বলেছে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড সিরিজের আগেও আমাকে বলেছে, তুমি বিপিএলে যে কাজটা করেছ, এখানেও সেটাই করবে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন