শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ , ১৩ জিলকদ ১৪৪৪

খেলা

ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপে

ক্রীড়া ডেস্ক মার্চ ২২, ২০২৩, ১১:৪১:২৬

189
  • ছবি: ইন্টারনেট

গত কিছুদিন ধরেই গুঞ্জন, ফ্রান্সের অধিনায়ক হতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। এবার ব্যাপারটি নিয়ে মুখ খুললেন দিদিয়ের দেশম। ফ্রান্সের ফুটবল প্রোগ্রাম ‘টেলিফুট’- তিনি জানিয়ে দিয়েছেন, এমবাপেই হতে যাচ্ছেন ফ্রান্স দলের অধিনায়ক।

ফ্রান্সের ইউরো বাছাইপর্ব শুরু হবে আগামী ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে । এ ম্যাচ দিয়েই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে ফরাসিরা। ফরাসিদের হয়ে ৬৬ ম্যাচে ৩৬ গোল করা এমবাপ্পের অধিনায়কত্ব করার মতো সব গুণই আছে বলেই মনে করেন দেশম,‘এমবাপ্পে ফ্রান্সের নতুন অধিনায়ক। আঁতোয়ান গ্রিজম্যান সহ-অধিনায়ক। মাঠে ও দলের মধ্যেও একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে এ দায়িত্ব পাওয়ার মতো সব গুণ এমবাপ্পের মধ্যে আছে।’
 
মাত্র ২৪ বছর বয়সে ফ্রান্সের নেতৃত্ব পাচ্ছেন এমবাপে। ফ্রান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা যদিও এমবাপের আগেই হয়েছে। গত সেপ্টেম্বরে ন্যাশনস লিগে ডেনমার্কের বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সর্বশেষ ম্যাচে পিএসজিকেও নেতৃত্ব দিয়েছিলেন এ ফরাসি তারকা।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন