রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

খেলা

বরিশালকে ভালই চ্যালেঞ্জ দিয়েছে চট্টগ্রাম

স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ২৭, ২০২৩, ২১:১৩:২৭

153
  • শুভাগতহোমকে সাকিবের অভিনন্দন। ছবি-বিসিবি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৬৮/৬ (২০.০ ওভারে)

শেষ ওভারে বল করতে এখন সচারচার আসেন না সাকিব। সেই দায়িত্বটা নিতে যেয়ে একটু বেশিই মার খেয়েছেন সাকিব। ইরফান শুকুর, কার্টিস ক্যাম্পারের চওড়া ব্যাটে শেষ ওভারে সাকিবের খরচা ১৮। শেষ পাওয়ার প্লে'র ৩০ বলে ৬০ রান যোগ করায় চ্যালেঞ্জিং পুঁজি (১৬৮/৫) পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে ঢাকায় উড়ে এসেই আইরিশ কার্টিজ ক্যাম্পার দিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্রাঞ্চাইজিদের আস্থার প্রতিদান (২৫ বলে ৪ চার, ২ ছক্কায় ৪৫*)। আফিফের ব্যাটটাও চওড়া ছিল এদিন।

কামরুল ইসলাম রাব্বীকে লং অনের উপর দিয়ে ছক্কা মারতে যেয়ে থেমেছেন আফিফ। তবে আউট হওয়ার আগে করেছেন ২৩ বলে ৩ চার, ২ ছক্কায় ৩৭। ম্যাক্স ও দাউদ করেছেন ৩৪ বলে ৩৩। বিপিএলে ব্যাটিংটা ভাল হলেও বোলিং নিয়ে অসন্তুস্টি থেকেই যাচ্ছে সাকিবের। ইনিংসে প্রথম ওভারে ম্যাক্সও দাউদ কভার দিয়ে মেরেছেন সাকিবকে বাউন্ডারি।

নিজের দ্বিতীয় ওভারে উন্মুক্ত চাঁদ এর হাতে খেয়েছেন সাকিব ২টি বাউন্ডারি। নতুন বলে প্রথম স্পেলটি তার ২-০-১৭-০, শেষ স্পেলটি তার ১-০-১৮-০। মার খেয়েছেন কামরুল ইসলাম রাব্বীও (৪-০-৩৮-২)। তবে সিলেটের ছেলে খালেদ এদিন স্থানীয় সমর্থকদের দিয়েছেন আনন্দ। উন্মুক্ত চাঁদ (১৩ বলে ১৬) এবং ম্যাক্স ও দাউদ (৩৪ বলে ৩৩)-কে ফিরিয়ে দিয়েছেন তিনি। মোহাম্মদ ওয়াসিম ছিলেন মিতব্যয়ী বোলার (৪-০-২২-১)।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন