রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

খেলা

বিপিএলের মাঝপথে সুসংবাদ, পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রী ওয়াহাব রিয়াজ

স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ২৭, ২০২৩, ১৭:১২:৫৯

189
  • খুলনা টাইগার্সের ম্যান অব দ্য ম্যাচ ওয়াহাব রিয়াজ। ছবি-ইন্টারনেট

২০২০ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থমকে গেছে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের। ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে,৩৬টি টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন ৩৭ বছর বয়সী পাঞ্জাবের এই  ছেলেটি এখন খেলছেন বিপিএলে।

খুলনা টাইগার্সের হয়ে করছেন পারফর্ম। ৬ ম্যাচে তার শিকারসংখ্যা ১২টি।পর পর দু'ম্যাচে ৪টি করে উইকেট পেয়েছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে পূর্ণ করেছেন টি-২০ ক্রিকেটে ৪০০ উইকেট।

বিপিএলে খেলে প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল)।তবে সিলেট পর্বে খেলতে যেয়ে পেয়েছেন সুসংবাদ। পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে ওয়াহাব রিয়াজকে।

২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের প্রতিনিধিকে পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন পাঞ্জাব রাজ্যের মূখ্যমন্ত্রী মহসীন নাকভী। মুখ্যমন্ত্রী হিসাবে পারভেজ এলাহির মেয়াদ শেষ হওয়ার পরে মহসীন নাকভী পেয়েছেন পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের মূখ্যমন্ত্রীর দায়িত্ব। তিনি তার মন্ত্রী সভায় ১১ জনকে মনোনীত করেছেন। তার মধ্যে আছেন ওয়াহাব রিয়াজ। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন