রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

খেলা

‘লিটনের মতো শান্ত লম্বা রেসের ঘোড়া’

স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ২৬, ২০২৩, ২২:৩৫:২৯

195
  • ম্যান অব দ্য ম্যাচ শান্ত। ছবি-বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত'র বয়স ৬ বছর। তবে প্রথম ৪ বছর দলে ছিলেন আসা-যাওয়ার মধ্যে। তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হতে লেগেছে বেশ কিছুটা সময়। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শান্ত আবির্ভুত হয়েছে অন্য পরিচয়ে।

১৫তম টি-টোয়েন্টি ম্যাচে এসে দেখা পেয়েছেন প্রথম ফিফটি। ৫ ম্যাচে ৩৬.০০ গড়ে করেছেন ১৮০রান। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ উইনিং ৭১ এবং পাকিস্তানের বিপক্ষে লড়াকু ৫৪ রানের দুটি ইনিংসে চিনিয়েছেন নিজেকে।

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের এই টপ অর্ডার ৭ ম্যাচে ৫৬.২০ গড়ে করেছেন ২৮১ রান। রান সংগ্রহে আছেন এখন তৃতীয় শীর্ষে।

লিটনের মতো শান্ত-কে লম্বা রেসের ঘোড়া মনে করছেন মাশরাফি-‘যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেন, শান্ত কিন্তু পুরো দেশের, আমাদের সবার বিপক্ষে গিয়ে প্রায় দুইশ রান করে এসেছে। পরে আবার স্ট্রাগল করেছে, এখন আবার রান করছে। শান্তকে কিছুটা এসবের ভেতর দিয়ে যেতে হচ্ছে। আমি সবসময় যেটা বিশ্বাস করি, আন্তর্জাতিক ক্রিকেটে স্ট্রাগলিং পার্ট থাকতে পারে কিছুদিন। মানসিকভাবে শক্ত থাকা গুরুত্বপূর্ণ। যেটা শান্তর ক্ষেত্রে আমি দেখেছি যে, লিটনের মতোই বাইরের জিনিসগুলো ওকে বদার করে না। সেইক্ষেত্রে আমার কেন জানি বিশ্বাস হয় যে এই ছেলেটা লম্বা দৌড়ের ঘোড়া। আমি বিশ্বাস করি, এই ছেলেটা বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিতে পারবে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন