রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

খেলা

‘সাকিব-তামিম-মুশফিক-রিয়াদ যেনো সম্মানের সাথে বিদায় নিতে পারে’

স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ২৬, ২০২৩, ২১:৪৯:৩৩

241
  • অনুশীলনের সময় মুশফিকুর রহিমের সাথে মাশরাফি। ছবি-বিসিবি

মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, নাইমুর রহমান দুর্জয়দের খেলার মাঠ থেকে আনু্ষ্ঠানিকভাবে বিদায়ের মঞ্চ তৈরি করে দেয়নি বিসিবি।

বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের বেশ ক'জনের আন্তর্জাতিক ক্রিকেট থমকে গেছে আনুষ্ঠানিক ফেয়ারওয়েল ম্যাচ খেলার সুযোগ না পেয়েই। টি-টোয়েন্টিতে নিজেকে ব্রাত্য ভেবে তামিম,মুশফিক এই ফরম্যাটকে ‘না’ বলেছেন।

লম্বা গ্যাপের পর টেস্ট প্রত্যাবর্তনে সেঞ্চুরির পর বোর্ডের উপর অভিমান করে মাহমুদউল্লাহ দেড় বছর আগে টেস্ট ক্রিকেটকে জানিয়েছেন গুডবাই। টি-টোয়েন্টিতে এখন আর বিবেচিত হচ্ছেন না মাহমুদউল্লাহ। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এখন শুধুই তিনি ওয়ানডে ক্রিকেটে আছেন। তামিম,মুশফিক আছেন ২ ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তিতে।

এক সময়ের পঞ্চ পাণ্ডব ভেঙ্গে গেছে ৩ বছর আগে, ক্যাপ্টেনসি থেকে মাশরাফির ফেয়ারওয়েলে। এখন আন্তর্জাতিক ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ,মুশফিক,তামিম,সাকিব। বাংলাদেশের ক্রিকেটে গৌরবোজ্বল অধ্যায়ের এই চার কৃতি ক্রিকেটারের বিদায়টা মাঠ থেকে চান মাশরাফি।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রতি এই দাবিই রেখেছেন- ‘এখন যারা আছেন, সাকিব-তামিম-মুশফিক-(মাহমুদউল্লাহ) রিয়াদ, কেউ স্বীকার করুক বা না করুক, তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তাদের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যেন ওই সুযোগটা পায়। ওই সম্মান নিয়ে যেন তারা মাঠ থেকে বিদায় নিতে পারে। কারণ দীর্ঘদিন দীর্ঘসময় তারা এখানে শ্রম দিয়েছে। অনেক কিছু ত্যাগ করে সময় দিয়েছে। মানুষ তো হিসাব করে, কত টাকা পেল, কী পেল। কিন্তু কত শ্রম তারা এখানে দিয়ে গেছে, দিনের পর দিন কত আত্মত্যাগ করেছে, এটা তো কেউ জানে করে না। ওই সম্মানটা যেন তারা পায় বা তাদের ধারাবাহিকতায় যারা ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে আছে বা তরুণ তারকা আছে, তাদের যেন ওই বিশ্বাসটা আসে যে আমাদের দেশ থেকে আমরা এতটুক সম্মান নিয়ে যেতে পারব। এটাই।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন