রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

খেলা

ক্রিকেট বোর্ড থেকে কী দিবে সেই আশায় বসে থাকিনি : মাশরাফি

স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ২৬, ২০২৩, ২১:১৬:০৪

274
  • সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি। ছবি-বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেটে ১১৭ ম্যাচে ৬১ জয় এবং ৮৮টি ওয়ানডে ম্যাচে ৫০টি জয়ে বাংলাদেশের সর্বকালের সেরা সফল অধিনায়কের স্বীকৃতি পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা ইতোমধ্যে।

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনালিস্ট, ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালিস্ট তার অধিনায়কত্বেই। হোমে পর পর ৩ সিরিজে পাকিস্তান,ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ তার ক্যাপ্টেনসিতেই।

২০২০ সালের ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অধিনায়ক মাশরাফি পেয়েছিলেন অন্যরকম ফেয়ারওয়েল।সেই সিলেটে এবার বিপিএলে খেলতে এসে তাই নষ্টালজিয়ায় ফিরে যাওয়াটাই তার স্বাভাবিক। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েও মাশরাফি আছেন চেনা তারুণ্যে, দারুণ ফর্মে।

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্স ৭ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে (১২ পয়েন্ট)। নিজে করছেন বোলিংয়ে পারফর্ম। ৯ উইকেট নিয়ে সিলেট স্ট্রাইকার্স বোলারদের মধ্যে স্থানীয় রেজাউর রহমান রাজা এবং পাকিস্তানি মোহাম্মদ আমিরের সঙ্গে আছেন যৌথভাবে শীর্ষে। সে কারনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফির আনুষ্ঠানিক ফেয়ারওয়েল-এর মঞ্চ তৈরি করে দেয়ার দাবি উঠেছে।

ইংল্যান্ডের বিপক্ষে হোমে আসন্ন ওয়ানডে সিরিজে মাশরাফির আনুষ্ঠানিক ফেয়ারওয়েল কামনা করছেন ভক্তরা। সিদ্ধান্তটা নিতে হবে বিসিবিকে। তবে এমনটা প্রত্যাশা করছেন না মাশরাফি-‘আমি ক্রিকেটটা খেলেছি ভালোবেসে, এজন্য আমি এখনও খেলি। তিন বছর আগের যে কথা হলো, তিন বছর আগে আমি কিন্তু ওই প্রত্যাশা নিয়ে যাইনি। ক্রিকেট বোর্ড থেকে বা কোনো জায়গা থেকে কী দিবে, সেই আশায় কিন্তু আমি বসেছিলাম না। আমি আগেও বললাম যে আমার আনন্দ আমার কাছে। আমি এখানে আনন্দ বিক্রিও করতে আসিনি, কিনতেও আসিনি। আমার যেটা মন চেয়েছে, আমি যদি শান্তিতে ঘরে গিয়ে ঘুমাতে পারি, ক্রিকেটের ক্ষেত্রে সেটাই আমি করেছি। আর এজন্য আমি কারও কাছ থেকে কিছু আশাও করি না। সত্যি বলতে আপনি যদি মনে করেন, আপনারা যদি হাজারবার বলেন, আমি হাজারবার বলব যে আমি কিছুই আশা করি না, আমার ক্ষেত্রে না।’ 

কারো উপর কোনো ক্ষোভ বা রাগ নেই মাশরাফির-‘আমার নিজের কোনো প্রত্যাশা নাই। এটা নিয়ে আমার কোনো ক্ষোভ, রাগ কিচ্ছুই নাই। একদম সততার সঙ্গে বলছি। আমার কোনো ক্ষোভ নাই, বাংলাদেশের ক্রিকেটের প্রতি আমার কেবল ভালোবাসা আছে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন