বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ , ১৭ জুমাদিউল আউয়াল ১৪৪৫

খেলা

মেজাজ হারিয়ে আম্পায়ারকে সাকিবের আক্রমণ

স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ১০, ২০২৩, ১৬:৪৭:০৯

323
  • আম্পায়ার গাজী সোহেলের সঙ্গে তর্ক করছেন সাকিব। ছবি-সংগৃহিত

ফরচুন বরিশালের ইনিংসের শুরুতেই মেজাজ হারিয়েছেন দলটির অধিনায়ক সাকিব আল হাসান। বাঁ-হাতি ব্যাটার চতুরঙ্গা ডি সিলভা স্ট্রাইক নিয়েছেন দেখে রংপুর রাইডার্স অধিনায়ক নূরুল হাসান সোহান বল তুলে দিয়েছেন অফ স্পিনার শেখ মেহেদীকে।

শেখ মেহেদী যখন রান আপ পয়েন্টে গেছেন, তখন বোলার পরিবর্তন! বাঁ হাতি স্পিনার রাকিবুলকে বোলিংয়ের নির্দেশ অধিনায়কের। রাকিবুল যখন বল হাতে নিয়েছেন, তখন ফরচুন বরিশালের দুই ওপেনার করেছেন অ্যান্ড চেঞ্জ! চাতুরঙ্গার জায়গায় স্ট্রাইক নিয়েছেন এনামুল হক বিজয়।

ব্যাটারদের এই এই চেঞ্জ বিধি সম্মত নয় বলে চাতুরঙ্গাকেই স্ট্রাইক নিতে হবে, শ্রীলঙ্কান আম্পায়ার রবিন্দ্র এই অবস্থানে স্থির থাকায় ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব ড্রেসিংরুম থেকে ঢুকে পড়েছেন মাঠে! চাতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে যেতে বলেন তিনি।

কিন্তু আম্পায়াররা তা মানতে রাজি হননি। বিষয়টা মেনে না নিয়ে স্কোয়ার লেগ আম্পায়ার গাজী সোহেলের সঙ্গে তর্ক করতে থাকেন সাকিব। এমনকি রবিশালের দুই ওপেনারকে ডেসিংরুমে ফিরে যাওয়ারও নির্দেশ দেন। 

মাঠে ফিল্ডাররা নিয়েছেন পজিশন, বোলারের হাতে বল, ব্যাটার নিয়েছেন স্ট্রাইক। টেলিভিশনে সরাসরি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ম্যাচটি। ম্যাচে টাইম আউট কিংবা ড্রিংকসের ব্রেকও দেয়া হয়নি। কেউ চোটও পাননি। তারপরও কেনো মাঠে ১১ জন বোলার-ফিল্ডার, ২ জন আম্পায়ারের বাইরে অন্য কোনো খেলোয়াড় মাঠে প্রতিবাদ জানাতে ঢুকল কিভাবে ? দুই আম্পায়ার গাজী সোহেল ও রবিন্দ্র এবং ম্যাচ রেফারি আক্তার আহমেদ শিপার কী রায় দেন, সে দিকে তাকিয়ে আছেন সবাই।

তবে আম্পায়ারদের উপর তার ক্ষোভ প্রকাশ, তর্ক, নতুন কিছু নয়। ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-২০ ক্রিকেটে মোহামেডান-আবাহনী ম্যাচে মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডাব্লুুর আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় ক'সেকেন্ডের মধ্যে আম্পায়ার মাহফুজুর রহমান লিটুর সামনে থাকা স্ট্যাম্প লাথি মেরে দিয়েছেন ভেঙ্গে !

দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে পিচ কভার দিয়ে পিচ ঢেকে রাখতে মাঠকর্মীদের দৃষ্টি আম্পায়ার আকর্ষণ করলে ম্যাচ পরিত্যক্ত হয়েছে ভেবে স্ট্যাম্প উপড়ে পিচের উপর আঘাত করেছেন সাকিব। চলমান বিপিএলে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচেও উত্তেজিত হয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেছেন সাকিব। অখেলোয়াড়সূলভ আরচণে দৃষ্টান্তমূলক সাজা না পেতে পেতে ঘরোয়া ক্রিকেটে সাকিবের এমন আচরণ বার বার দেখছে দর্শক।

তবে মঙ্গলবার (১০ জানুয়ারি) সাকিবকাণ্ডে তার পক্ষই নিয়েছেন দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন—‘নিয়ম অনুযায়ী কোনো বোলার বল করবেন, তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন সেটা নির্ধারণ হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন