রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

খেলা

ইনিংস ঘোষণায় খাজার ডাবল হাতছাড়া

স্পোর্টস ডেস্ক জানুয়ারী ৭, ২০২৩, ১৯:২৪:০৩

1
  • ইনিংস ঘোষণায় খাজার ডাবল হাতছাড়া

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৪৭৫/৪ (১৩১.০ ওভারে)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৪৯/৬ (৫৯.০ ওভারে)

(চতুর্থ দিন শেষে)

ভাগ্যটা খারাপ ওসমান খাজার। সিডনিতে টানা তিন টেস্টে সেঞ্চুরিতে কাইল ভেরিয়ানি,ওয়ালি হ্যামন্ড, ডগ ওয়াল্টার এবং ভিভিএস লক্ষনের পাশে নাম লিখিয়েছেন ওসমান খাজা। ক্যারিয়ারসেরা ইনিংসে (১৯৫*) দেখেছেন প্রথম ডাবলের স্বপ্ন।

তবে বৃষ্টি কেড়ে নিয়েছে তার স্বপ্ন। প্রথম দুই দিন হয়েছে ১৩১ ওভার খেলা। তৃতীয় দিনের পুরোটা ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। ফলে ম্যাচ ওসমান খাজার ডাবল সেঞ্চুরির চেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে ম্যাচ জয়।

চতুর্থ দিনের প্রথম সেশনটি খেলাহীন কেটে যাওয়ায় ইনিংস ঘোষণা করেছেন প্যাট কামিন্স। তাতে ১৯৫ রানের হার না মানা ইনিংসে থামতে হয়েছে ওসমান খাজাকে।

টেস্ট ইতিহাসে ১৯০ প্লাস নট আউট ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ফ্রাঙ্ক ওরেল, শচীন টেন্ডুলকারের পাশে ওসমান খাজা পেয়েছেন জায়গা। ১৯৬০ সালে ব্রিজটাউটন টেস্টে ১৯৭ রানে অপরাজিত থেকে থামতে হয়েছে ফ্রাঙ্ক ওরেলকে। ২০০৪ সালে মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে শচীনকে থামতে হয়েছে ১৯৪*-এ।

তবে ইনিংস ঘোষণা করে ওসমান খাজাকে ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত করেও চতুর্থ দিনে ম্যাচ জয়ের আবহ পায়নি অস্ট্রেলিয়া।জিততে হলে নিতে হবে ২০টি উইকেট। চতুর্থ দিনের দুই সেশনে (৫৯ ওভার)প্যাট কামিন্স (৩/২৯), হ্যাজেলউডের (২/২৯) বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৪৯/৬। এখনও পিছিয়ে দক্ষিণ আফ্রিকা ৩২৬ রান।

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে আগে ফেলতে হবে ফলো অনে। তারপর দ্বিতীয় ইনিংসে করতে হবে অল আউট। সিডনি টেস্টের ৫ম দিনে কাজটা সহজ নয়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন