মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

খেলা

জন্মভুমির বিপক্ষে গোল করে সুইজারল্যান্ডের হিরো এমবোলো

স্পোর্টস রিপোর্টার নভেম্বর ২৪, ২০২২, ১৮:২০:৩২

227
  • নিজ দেশের বিপক্ষে গোল করে এমবোলোর উৎসব। ছবি-ইন্টারনেট

সুইজারল্যান্ড ১ : ক্যামেরুন ০
(ব্রিল এমবোলো)


জন্ম তার ক্যামেরুনে। রক্ত মাংসে একজন আফ্রিকান। তবে অদম্য সিংহদের জার্সি পরে নয়, ব্রিল এমবোলোর গায়ে উঠেছে সুইজারল্যান্ডের জার্সি। শৈশবে বাবা-মা’র বিচ্ছেদ হয়ে গেলে ৫ বছর বয়সে মা’র সঙ্গে প্রথমে পাড়ি জমান এমবোলো ফ্রান্সে।

সেখানে স্কুলে ভর্তিও করানো হয় ছেলেটিকে। সেখানে এক সুইসের সঙ্গে মা’র প্রেম পরিণয় হলে এমবোলোর ঠিকানা হয় সুইজারল্যান্ডের বাসেলে। দু’বার বাসিলকে অনূর্ধ্ব-১৬ ফুুটবলে ট্রফি উপহার দেয়া ব্রিল এমবোলো ২০১৪ সালে পান সুইস নাগরিকত্ব।

২০১৮ বিশ্বকাপে গোলহীন কাটিয়ে কাতার  বিশ্বকাপে পেয়েছেন গোলের দেখা। ক্যামেরুন বংশোদ্ভুত সেই ছেলেটিই সুইজারল্যান্ডের হয়ে জন্মভুমির বিপক্ষে করেছেন গোল। আল জানোব স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ‘জি’ গ্রুপের ম্যাচে তার গোলেই জয়ে বিশ্বকাপ শুরু করেছে (১-০)।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে বলের দখল ছিল প্রায় সমান-সমান। সুইজারল্যান্ড ৫১% বলের নিয়ন্ত্রণ নিয়েছে যেখানে, সেখানে ক্যামেরুনের পায়ে বল ছিল ৪৯%। তবে গোলের টার্গেট করে শট তুলনামুলক বেশি নিয়েছে ক্যামেরুণ। ক্যামেরুণের ৫টি শটের এটিও গোলে পরিণত হয়নি। অথচ, ৩টি শটের ১টিকে গোলে পরিণত করেছে সুইজারল্যান্ড।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ অপচয় করেছে ক্যামেরুণ অন্ততঃ তিনটি। খেলার ১০ম মিনিটের মাথায় প্রথম সুযোগটি অপচয় করেছে ক্যামেরুন ব্রায়ান এমবিউমোর শট ক্রসবারের উপর দিয়ে চলে যাওয়ায়। ৩০ মিনিটের মাথায় মার্টিন হঙ্গলার ক্রস ঠিক মতো ফেরাতে পারেননি সুইজারল্যান্ড গোলরক্ষক। তার হাত থেকে ফস্কে যাওয়া বল থেকে গোলের সুযোগ হাতছাড়া করেছেন কার্ল টোকো একাম্বি।

খেলার ৪৮ মিনিটে সুইজারল্যান্ডের জয়সূচক গোলটি করেছেন তাদের ক্যামেরুনিয়ান বংশোদ্ভূত খেলোয়াড় ব্রিল এমবালো।আসরের সবচেয়ে সহজতম গোল করেছেন মোনাকোর এই ফরোয়ার্ড। ঝাকা এবং রিমোর সমন্বয় থেকে গড়া আক্রমণে সাকিরি ৬ মিটার বক্সের এমবোলোকে দিয়েছিলেন মাপা পাস। আনমার্কড এমবোলো প্লেসিং শটে জন্মভুমির বিপক্ষে করেছেন গোল।

খেলার ৬৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন এমবোলো। সহজতম সেই সুযোগটি অপচয় করেছেন পোস্টের উপর দিয়ে বল মেরে।
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন