মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

খেলা

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার অনায়াস জয়

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৮:৫৫:৪৮

3K
  • ছবি: ইন্টারনেট

দুর্দান্ত গতিতে ছুটছেন লিওনেল মেসি। সে ধারাবাহিকায় এবার এ তারকা জ্বলে উঠলেন জাতীয় দলের জার্সিতে। শনিবার সকালে প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে এ তারকা করলেন জোড়া গোল। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে ভর করে আর্জেন্টিনা তুলে নেয় অনায়াস জয়। 

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলটির হয়ে দুটি গোল করেন মেসি, অন্যটি আসে লাউতারো মার্তিনেসের পা থেকে। 

শনিবার ম্যাচের শুরু থেকেই দারুণ খেলে আর্জেন্টিনা। যে কারণে দ্রুত গোলও পেয়ে যায় লিওনেল স্কালোনির দল। ষোড়শ মিনিটে ডি-বক্সে থ্রু পাস দেন মেসি। অফসাইডের ফাঁদ ভেঙে ছুটে গিয়ে বাঁ দিক থেকে প্রথম ছোঁয়ায় পাপু গোমেজ বল বাড়ান ছয় গজ বক্সে, তার দিকে গোলরক্ষক আগেই এগিয়ে যাওয়ায় স্লাইড শটে ফাঁকা জালে বল পাঠান মার্তিনেস।

বিরতির ঠিক ব্যবধান দ্বিগুন করে আর্জেন্টিনা। সে সময় ডি-বক্সে জিওভানি লো সেলসো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

এদিকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা। এ সুবাদে ৬৯তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মেসি। এনসো ফের্নান্দেসের চাপের মুখে বল হারিয়ে ফেলে হন্ডুরাসের কেরভিন। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে স্কুপ শট নেন মেসি, আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তা খুঁজে নেয় ঠিকানা। সাতবারের ব্যালন ডি’অর জয়ীর জাতীয় দলের হয়ে গোল হলো ৮৮টি। আন্তর্জাতিক ফুটবলে এখন তার চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের; ক্রিস্তিয়ানো রোনালদো, আলি দাই ও মোখতার দাহারির।

ম্যাচের শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন মেসি। তবে সে সময় তার নেয়া শট চলে যায় বক্সের উপর দিয়ে। বাকি সময়েও অন্য সতীর্থরাও পায়নি জালের দেখা। তাই বলে আর্জেন্টিনার জয়যাত্রা থেমে থাকেনি। ঠিকই দাপুটে জয় নিয়েই তারা মাঠ ছাড়ে। 

এই নিয়ে রেকর্ড ৩৪ ম্যাচ অপরাজিত রইলো আর্জেন্টিনা। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন