শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

খেলা

বাংলাদেশ নারী ক্রিকেট দলও সিরিজ খেলবে নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক জুন ২৮, ২০২২, ১৩:৪৩:০৩

308
  • ছবি: ইন্টারনেট

নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) ২০২২-২০২৩ মৌসুমে ব্যস্ত গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করেছে। এরপরই জানা গেল আগামী অক্টোবরে ত্রিদেশীয় সিরিজ খেলতে সেখানে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে ডিসেম্বরে নিউ জিল্যান্ডে মেয়েদের সঙ্গে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ নারী দলও। 

নিউ জিল্যান্ড  সফরে প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও পরে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। হ্যাগলি ওভালে ২ ডিসেম্বর প্রথম টি–টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরের দুই ম্যাচ হবে ৪ ও ৭ ডিসেম্বর। 
 
বেসিন রিজার্ভে ১১ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৪ ও ১৮ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই ওয়ানডে। এই সিরিজটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট। সূচি প্রকাশের পর নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, ‘সর্বশেষ নারী বিশ্বকাপ খেলাটা (মেয়েদের ক্রিকেট) এগিয়ে দিতে দারুণ সহায়তা করেছে। হোয়াইট ফার্নসদের (নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল) ঘরের মাঠে দেখাটা তাই দারুণ ব্যাপার হবে।' 
 
ব্যস্ত গ্রীষ্মকালীন সূচি নিয়েও নিজের অনুভূতির কথা জানিয়েছেন হোয়াইট, ‘ভারত, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা এখানে (নিউজিল্যান্ড) সফরে আসবে। ব্যস্ততার মধ্যেই আসবে বাংলাদেশ ও পাকিস্তান। গ্রীষ্মজুড়েই তাই দারুণ ক্রিকেট উপভোগ করা যাবে।’
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন