স্পোর্টস রিপোর্টার মে ১৩, ২০২২, ১৮:২৪:২৬
চট্টগ্রামে নেটে থ্রোয়ার দিয়ে বল করছেন ডোমিঙ্গো। ছবি-বিবিসি
গত মঙ্গলবার ঢাকায় এসে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হলে চট্টগ্রামে দলের সঙ্গে যুক্ত হতে পারেননি সাকিব। তবে পরবর্তীতে পর পর তিনটি কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়ায় শুক্রবার সন্ধার ফ্লাইটে চট্টগ্রামে আসছেন সাকিব।
এসেই যোগ দিবেন অনুশীলনে। তবে মাত্র ১ দিনের অনুশীলন নিয়ে টেস্ট খেলা কঠিন বলে সাকিবকে নিেয়ে ঝুঁকির পক্ষে নন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
শুক্রবার গণমাধ্যমকে সে কথাই বলেছেন ডোমিঙ্গো-'আমিও কোভিড-১৯ পজিটিভ হয়েছিলাম। এনার্জি থাকে না। এমন অবস্থায় সরাসরি মাঠে নেমে পড়া যায় না। এটা টি-টোয়েন্টি বা ওডিআই ম্যাচ নয় যে ৬-৭ ওভার বল করলে চলবে। এখানে পাঁচদিন খেলতে হবে।'
কোভিড-১৯ থেকে সেরে উঠে প্রস্তুতি না নিয়ে টেস্টে একদিন অন্ততঃ ১৫ ওভার বল করতে পারবেন কি না, ৬ নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাটিং করতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান ডোমিঙ্গো-'অবশ্যই আমরা চাই সে খেলুক। তবে একদিনে কমপক্ষে ১৫ ওভার বল করতে পারে কি না, কিংবা সেরা ছয়ে ব্যাট করতে পারে কি না, তাও দেখতে হবে।'
হাফ ফিট সাকিবকে টেস্টে চান না ডোমিঙ্গো-'সবাই চাইবে একাদশে পুরো ফিট সাকিবই খেলুক। ৫০-৬০ ভাগ ফিট হলে তো খেলানো কঠিন। টেস্টে সরাসরি ঢুকে পড়ার আগে তার ফিটনেস দেখতে হবে। দেখতে হবে সে কী অবস্থায় আছে। অবশ্যই সে আমাদের বড় খেলোয়াড়, দলে থাকলে ভারসাম্যটা সহজ হয়। গত দুই-তিন সপ্তাহ সে ব্যাটিং বা বোলিং করেনি। এটা পাঁচদিনের ক্রিকেট। গরমও আছে। সবকিছুই তো মাথায় রাখতে হবে।'
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.