স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ১৯, ২০২২, ০০:২৪:১৬
জিম্বাবুয়ের জয়ের নায়ক ক্রেইগ আরভিন। ছবি-ক্রিকইনফো
জিম্বাবুয়ে : ৩০২/৮ (৫০.০ ওভারে)
শ্রীলংকা : ২৮০/৯ (৫০.০ ওভারে)
ফল : জিম্বাবুয়ে ২২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ক্রেইগ আরভিন (জিম্বাবুয়ে)।
পাল্লেকেলেতে শ্রীলংকা-জিম্বাবুয়ের ম্যাচে লড়াইটা জমে উঠেছিল দুই অধিনায়কের মধ্যে। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের ৯১ রানের জবাব দিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দাসুন সানাকা সেঞ্চুরিতে (১০২)। তবে সানাকার সেঞ্চুরি ম্লান হয়েছে। নার্ভাস নাইনটিজে কাঁটা পড়েও ম্যাচের হিরো ক্রেইগ আরভিন।
চার বছর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে জয়ের ছবিটাই যেনো পাল্লেকেলেতে ভেসে উঠেছে জিম্বাবুয়ের মঙ্গলবার রাতে। ওয়ানডে সুপার লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে জিম্বাবুয়ে।
ক্রেইগ আরভিনের ক্যাপ্টেন্স নক ইনিংসে (৯১) ভর করে ৩০২/৮ স্কোর পুঁজিকে শ্রীলংকার বিপক্ষে ২২ রানের জয়ে পরিণত করেছে জিম্বাবুয়ে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ওপেনিং জুটির ৫৯, তৃতীয় উইকেট জুটির ১০৬ এবং ৫ম জুটির ৫১ রানে জিম্বাবুয়ে ৩০২ রানের বিশাল পুঁজি পায়। অধিনায়ক ক্রেইগ আরভিন ৯৮বলে ১০ বাউন্ডারিতে ৯১ রান করেছেন। সিকান্দার রাজা ৪৬ বলেল ৪ চার, ১ ছক্কায় করেছেন ৫৬। এদিন শ্রীলংকা অধিনায়ক দাসুন সানাকা ব্যবহার করেছেন ৮ বোলার। লেগ স্পিনার জেফারি তাদের মধ্যে সফল (৯-০-৫১-৩)। পেস বোলার নুয়ান প্রদীপ খেয়েছেন ভীষণ মার (১০-০-৭৪-২)।
জবাবটা শুরুতে মোটেও ভাল হয়নি শ্রীলংকার। জিম্বাবুয়ে যেখানে ব্যাটিং পাওয়ার প্লে-তে করেছে ৫৯/১, সেখানে প্রথম ১০ ওভারে শ্রীলংকা নেমেছে ব্যাকফুটে (৩৪/৩)। সেখান থেকে কামিন্দু মেন্ডিজের ৫৭, দাসুন সানাকার ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি (৯৪ বলে ৭ চার, ৪ ছক্কায় ১০২) ৫ম উইকেট জুটির ১১৮ রানে স্কোরটা টেনে নিতে পেরেছে শ্রীলংকা ২৮০/৯ পর্যন্ত।
শেষ ৬০বলে ৯০ রানের টার্গেট পাড়ি দিতে পারেনি শ্রীলংকা। জিম্বাবুয়ের দুই পেসার চাতারা (১০-১-৫২-৩) ও মুজারাবানি (১০-০-৫৬-৩) তিনটি করে উইকেট পেয়ে দলের জয়ে রেখেছেন অবদান।
এই জয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো জিম্বাবুয়ে।
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.