স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ১৮, ২০২২, ২৩:১৮:৩০
লিটন দাস। ছবি-ইন্টারনেট
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও লিটনের উন্থান পর্বটা কিন্তু কোচ স্টিভ রোডসের আমলে। ২০১৮ সালে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে দুবাইয়ে ভারতের বিপক্ষে ১১৭ বলে ১২ চার ২ ছক্কায় ১২১ রানের ইনিংস কিংবা ২০১৯ বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজের ৩২২ রান চেজ করে ৬৯ বলে ৮ চার, ৪ ছক্কায় ৯৪ রানের হার না মানা ম্যাচ উইনিং ইনিংস উপহার দিয়েছেন লিটন দাস কোচ স্টিভ রোডসের আমলেই।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শকের দায়িত্ব নিতে এসে সেই প্রিয় শিষ্যকে পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই কোচ। তার মূল্যায়ন রিপোর্টে লিটন স্পেশাল ক্রিকেটার।
মঙ্গলবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এমনটাই বলেছেন লিটন দাস- ' আমি সব সময়ই মনে করি লিটন দাস স্পেশাল ক্রিকেটার । সে এখন আরও ভালো ক্রিকেটার। এশিয়া কাপ ফাইনালে (২০১৮) যে দিন সেঞ্চুরি করল, তখন মনে হলো সে ভাল ক্রিকেটার। ওই কন্ডিশনে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ওটা ছিল অসাধারণ এক ইনিংস।'
স্টিভ রোডের আমলে লিটন নিজেকে অন্যভাবে উপস্থাপন করেছে। সেই লিটন এখন অনেক পরিণত। সর্বশেষ ৪ টেস্টে ২ সেঞ্চুরি, ২ হাফ সেঞ্চুরি করেছেন লিটন। নিউ জিল্যান্ডের পেস বাউন্সি কন্ডিশনে মাউন্ট মঙ্গানুইয়ে ৮৬ রানের ইনিংস কিংবা ক্রাইস্টচার্চে সেঞ্চুরিতে (১০২) লিটনে ব্যাটিং মেধার জানান দিয়েছেন। লিটনের এই ব্যাটিং ধারাবাহিকতার প্রশংসা করেছেন স্টিভ রোডস-'এখন তার ফর্ম আরো ধারাবাহিক হয়েছে। সে আরো ভাল হয়ে উঠছে। সে থামবে না। উঠছে এবং আরও ভালো হচ্ছে। আরও উঁচুতে উঠতে পারে সে।'
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.