স্পোর্টস ডেস্ক জানুয়ারী ১৮, ২০২২, ২০:০৯:১৭
লোকেশ রাহুল। ছবি-ইন্টারনেট
টেস্ট ক্যারিয়ারে লোকেশ রাহুল খেলেছেন ৪৩ ম্যাচ। এই ৪৩টি ম্যাচের মধ্যে ৩৯টিতে খেলেছেন লোকেশ রাহুল বিরাট কোহলির নেতৃত্বে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির অনুপস্থিতিতে জোহানেসবার্গ টেস্টে দিয়েছেন নেতৃত্ব। সেই টেস্টে হেরেছে ভারত। নিজের পারফরমেন্সও আহামরি নয়। করেছেন জোহানেসবার্গ টেস্টে ৫৮ রান।
দক্ষিণ আফ্রিকার কাছে ১-২ এ সিরিজ হেরে নিজের উপর অভিমান করে টেস্ট ক্যাপ্টেনসি ছেড়ে দিয়েছেন ভারতের সর্বকালে সেরা টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।
তার জায়গায় বিসিসিআই যখন পরবর্তী টেস্ট অধিনায়কের সন্ধানে, তখন এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে ইচ্ছুক বলে গণমাধ্যমকে জানিয়েছেন টপ অর্ডার লোকেশ রাহুল। একটি মাত্র টেস্টের অভিজ্ঞতা নিয়েই লোকেশ রাহুল এই পদে তার প্রার্থিতা জানিয়ে দিয়েছেন—
‘পরবর্তী অধিনায়কের নাম নিয়ে জল্পনা শুরু হওয়ার আগে আমি খুব একটা মাথা ঘামাইনি। জোহানেসবার্গে দলকে নেতৃত্ব দেয়ার সৌভাগ্য হয়েছিল। খেলার ফল আমাদের পক্ষে না গেলেও ওই টেস্টে আমি অনেক কিছু শিখেছি। তার জন্য আমি গর্বিত।’
টেস্ট দলের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে মানসিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন লোকেশ রাহুল—‘দেশকে নেতৃত্ব দেয়া সব সময় বিশেষ অনুভূতি। যদি আমাকে টেস্ট দলের অধিনায়ক করা হয় তা হলে তা অনেক বড় দায়িত্ব হবে। আমি সেই দায়িত্ব নিতে তৈরি। এই মুহূর্তে আমি অবশ্য শুধু সামনের ম্যাচের কথা ভাবছি।’
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.