শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বচ্যাম্পিয়নদের বিধ্বস্ত করে বড় জয়ে ইংল্যান্ডের শুরু

স্পোর্টস রিপোর্টার অক্টোবর ২৩, ২০২১, ২৩:৫০:৩৯

458
  • ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুড়িয়ে দিয়ে মাঠ ছাড়ছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। ছবি-ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজ: ৫৫/১০ (১৭.৪ ওভারে)
ইংল্যান্ড : ৫৬/৪ (২০.০ ওভারে)
ফল : ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মইন আলী (ইংল্যান্ড)।


সর্বশেষ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে সর্বশেষ ৩ আসরের ২টিতে ক্যালিপসো সুর বাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সারা বিশ্ব চষে বেড়াচ্ছেন গেইল, পোলার্ড, ইভিন লুইস, হেটমেয়ার, ডুয়াইন ব্রাভোরা।

ক্যালিপসো সুরের সঙ্গে চার-ছক্কার ধামাকায় মাঠ মাতাতে ওস্তাদ তারা। কদিন আগেও আইপিএলে সংযুক্ত আরব আমিরাতে তাদের ব্যাট তুলেছে ঝংকার। অথচ, টি-২০ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শনিবার পেয়েছে বড় লজ্জা।

ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদের (২.২-০-২-৪) ভয়ংকর ছোবলে টি-২০ বিশ্বকাপে তৃতীয় সর্বনিম্ন স্কোরের (৫৫/১০) লজ্জা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বনিম্ন স্কোরের ম্যাচে হেরেছে টি-২০র বিশ্বচ্যাম্পিয়নরা ৬ উইকেটে। ৭০ বল হাতে রেখে বড় জয়ে সুপার টুয়েলভ শুরু করেছে ২০১০ টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

শনিবার সারজায় শ্রীলঙ্কারর বোলিং তোপে মাত্র ৪৪ রানে নেদারল্যান্ডস অল আউট হওয়ার ২৪ ঘন্টা পেরুনোর আগেই এমন দুঃসহ পরিণতি ওয়েস্ট ইন্ডিজের। ২০১৪ টি-২০ বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কারর কাছে নেদারল্যান্ডসের অল আউট করার সুখস্মৃতিটা ফিরিয়ে এনেছে ৭ বছর পর শ্রীলঙ্কার শুক্রবার সারজায়।


তার পরদিন বিশ্ব দেখল ওয়েস্ট ইন্ডিজের বিধ্বস্ত দশা। যাদের ছক্কা আছড়ে পড়ে গ্যালারিতে, তাদের  পুরো ইনিংসে ৬ চার এর পাশে ছক্কা মাত্র ১টি। ডাবল ফিগারের নাগাল পেয়েছেন শুধুই গেইল (১৩ বলে ১৩)! লেন্ডন সিমন্স ৩, ইভিন লুইস ৬, হেটমেয়ার ৯,ডুয়াইন ব্রাভো ৫, নিকোলাস পুরাণ ১, আন্দ্রে রাসেল ০, আকিল হোসেন ৬* স্কোর করেছেন। ওয়েস্ট ইন্ডিজ টপ অর্ডার ব্যাটিং লাইন আপে বাঁ হাতি ব্যাটসম্যানদের আধিক্য বলে ইংল্যান্ড অধিনায়ক মরগান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে অফ স্পিনার মইন আলীর (৪-১-১৭-২) হাতে বল তুলে দিয়ে সফল। পেসার তায়মাল মিলসও দারুণ বল করেছেন (৪-০-১৭-২)।

জবাব দিতে এসে ঝটপট রান তুলতে যেয়ে ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি স্পিনার আকিল হোসেন পেয়েছেন ২ উইকেট (৪-০-২৪-২)। জস বাটলার ২২ বলে ২৪ রানে নট আউট ছিলেন।
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন