শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

মঙ্গলবার থেকে ফের বাংলাদেশ লিগ

ক্রীড়া ডেস্ক আগস্ট ১, ২০২১, ১৬:২১:৩১

469
  • ছবি: ইন্টারনেট

ফের মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরআগে গত ৩০ জুলাই থেকে লিগ শুরুর ঘোষণা দিয়ে দুই ঘন্টা আগে স্থগিত করেছিল। ৭২ ঘন্টার পর বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ৩ আগস্ট পুনরায় লিগ শুরুর ঘোষণা দিয়েছেন। 

গত এক মাসের মধ্যে বাফুফে তিন বার খেলা স্থগিত করার ঘোষণা দেয়। তাই আগামী ৩ আগস্ট খেলা হবে কিনা তাই সংশয় থেকেই যাচ্ছে। তবে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী অবশ্য নিশ্চয়তা দিয়েছেন, ‘যে সব কতৃপক্ষের অনুমতি প্রয়োজন সবই হয়েছে। ৩ আগস্ট থেকে খেলা অবশ্যই মাঠে গড়াবে।’ 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগ পরিচালনার জন্য আরো সময় পাচ্ছে বাফুফে। এ ব্যাপারে সালাম মুর্শেদী বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা সংস্কার কাজ শুরু করলেও আমরা লিগ পরিচালনার জন্য আরো কিছু দিন সময় পাব। লিগ শেষ করার সময় তারা আমাদের দিয়েছে।’ 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কমলাপুর স্টেডিয়ামের পাশাপাশি আর্মি স্টেডিয়ামেও হবে লিগ। জানিয়েছেন আব্দুস সালাম মুর্শেদী, ‘৫ আগস্টের পর আর্মি স্টেডিয়ামে খেলা হবে। তিনটি ভেন্যুতে খেলা হলে লিগটি দ্রুত সম্পন্ন করা যাবে। আশা করি এই মাসের মধ্যেই লিগ শেষ করতে পারব।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন